কাব্যে গল্পে কিছু কথা আমাদের স্বপ্নের নাম। এর সাথে মেশানো আছে আমাদের অঙ্গীকার, আশা এবং অনেকখানি মায়া। কিছু কথা পার করেছে তিনটি বছর আর এর হাত ধরেই এক বছর আগে আত্মপ্রকাশ ঘটেছে কিছু কথা প্রকাশনীর। বাংলা সাহিত্যকর্মের একটি সুস্থ এবং শুদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কিছু কথা কাজ করে যেতে চায় আর সে লক্ষ্যেই এই সংকলন প্রকাশ। কিছু কথা প্রকাশনীর প্রথম প্রকাশনা কাব্যে গল্পে কিছু কথা, হাজারো স্বপ্নকে লালন করে এসেছিল এ প্রকাশনা। ২০২০ এর অমর একুশে বইমেলায় এ সংকলন পাঠকদের বিপুল সাড়া পেয়েছে। সেই ধারাকে অব্যাহত রাখতে এ বছর প্রকাশিত হলো 'কাব্যে গল্পে কিছু কথা (দ্বিতীয় খণ্ড)', কিছু কথার সদস্যদের লিখালিখি নিয়ে আবার সাজলো আমাদের দ্বিতীয় সংকলন। কিছু কথা'র সাথে থেকে, একে আপন করে নিয়ে, সমস্ত দ্বিধাকে ঝেড়ে ফেলে কলম হাতে তুলে নিয়ে যারা আজ হাজারো মনের ঘরে কড়া নাড়ছেন, নিজেদের লেখার মাধ্যমে অনেক মনে জায়গা করে নিয়েছেন। তারা সৃষ্টিশীলতার মাধ্যমে 'কিছু কথা'র অন্তর জুড়ে আছেন সে সকল সৃজনশীল লেখকের লেখা নিয়েই সাজানো হয়েছে আমাদের কাব্য গল্পে কিছু কথা [দ্বিতীয় খণ্ড]। গ্রুপের নিয়মিত লেখক ও কবিদের লেখা থেকে বাছাই করা কিছু কবিতা ও কিছু গল্প নিয়ে সাজানো এই সংকলনের মাধ্যমে কিছু কথা দ্বিতীয় দফায় একটি জাগ্রত স্বপ্নপূরণের পথে। অতিমারির এ সময়ে যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই দ্বিতীয় নিবেদন। প্রায় পনেরো হাজার সদস্যের এ গ্রুপ বর্তমানে হয়ে উঠেছে একটি পরিবার, পরিবারের সকল সদস্যদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাক আমাদের পরিবারের একটি সাফল্য কাব্যে গল্পে কিছু কথা। . সাজিয়া আফরিন
সাজিয়া আফরিন জন্ম ০৭ জুন ১৯৮৫ ঢাকার শান্তিনগরে। চট্টগ্রামে বেড়ে উঠা। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি এবং ইউএসটিসি থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে সিটি কর্পোরেশনে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর প্রকাশিত বই: অসূর্যম্পশ্যা (উপন্যাস, ২০২০) দ্বিতীয় প্রহর (গল্প, 2020) সম্পাদনা: কাব্যে গল্পে কিছু কথা (সংকলন, ২০২০)