ভূমিকা মোল্লা নাসির উদ্দিন হোজ্জা একজন মধ্যযুগীয় মুসলিম সুফি। তিনি হাস্যরসাত্মক চরিত্র হিসেবে সুপরিচিত। নিকট প্রাচ্য, মধ্য প্রাচ্য এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ হোজ্জাকে তাদের দেশের অধিবাসী বলে দাবি করে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, তুরস্ক এবং উজবেকিস্তান। বিভিন্ন সংস্কৃতিতে তার নাম বিভিন্নভাবে উচ্চারিত হয়। সাধারণত তিনি “মোল্লা” এবং “হোজ্জা" নামে পরিচিত। তিনি জনপ্রিয় দার্শনিক এবং বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার হাস্যরসাত্মক গল্প এবং উক্তিগুলোই তাকে বিখ্যাত করে রেখেছে। চীনে তিনি “আফান্টি" নামে পরিচিত এবং চীনারা তাকে উইঘরের তুর্কি বলে মনে করে। অনেক সূত্র দাবি করে যে তিনি ত্রয়োদশ শতকে বর্তমান তুরস্কের এসকিহির প্রদেশের সিভরিহিসারের হোতু গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি আকশেহিরে, এবং পরে সেলজুক শাসনের অধীনে কোনিয়াতে বসতি স্থাপন করেন, যেখানে তিনি ১২৭৫ সালে মারা যান। হোজ্জার সমাধি আকশেহিরে রয়েছে এবং "আন্তর্জাতিক নাসিরদ্দিন হোজ্জা” উৎসব প্রতি বছর আকশেহিরে ৫-১০ জুলাই অনুষ্ঠিত হয়। অনেকের মতে তিনি মধ্যযুগে আনুমানিক ত্রয়োদশ শতকে সেলজুক শাসনামলে ইরানের বৃহত্তর খোরাসানে বসবাস করতেন। হোজ্জার গল্পগুলি মধ্যপ্রাচ্য জুড়ে পরিচিত এবং সারা বিশ্বের সংস্কৃতিকে স্পর্শ করেছে। আপাতদৃষ্টিতে, হোজ্জার বেশিরভাগ গল্পই কৌতুক বা হাস্যরসাত্মক উপাখ্যান হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু তাঁর গল্পের অন্তর্নিহিত অর্থ আছে, কৌতুক আছে, তারপরে গল্পগুলোর একটি নৈতিকতাবোধ ও মানবিক চেতনাবোধ রয়েছে। এই বইয়ে হোজ্জার সবচেয়ে বিখ্যাত ১৫২টি গল্প সন্নিবেশিত হয়েছে। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে। সংকলক
আদিত্য অনীক বর্তমান বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল কবি, ঔপন্যাসিক এবং ছড়াকার । তার জন্ম ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় । কর্মজীবনের পাশাপাশি সাহিত্য চর্চা চালিয়ে গেছেন নীরবে । সাহিত্যের বিভিন্ন শাখায় তার দৃপ্ত পদচারণা । বিগত পনেরো বছর যাবৎ তিনি সাহিত্যের সকল মাধ্যমেই অনবরত লিখে যাচ্ছেন । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সমুহ হলো:- বেদনার নিঃশব্দ কোলাহল, পাললিক গেরস্থালি, সীমানা বাড়িয়ে দাও, নিষিদ্ধ নন্দিনী ইত্যাদি । উপন্যাসসমূহের মধ্যে আকাশ প্রিয়তি, উত্তরের সেক্টর, টাঙ্গুয়ার প্রেতাত্মা, পাহাড় নদী ও মাধবী, ইবনে বতুতার দাসী, অভিসার, প্রত্যাশা এখন হৃদয়ের কাছে ইত্যাদি । নীল কঠুরির ভুত ও ভয়ঙ্কর মধুপুর তার কিশোর উপন্যাস । ভালো খোকা , ছন্নছাড়া ছড়া তার ছড়া গ্রন্থ । এ ছাড়া , আদিত্য অনীকের অনুকাব্য, ঋদ্ধ কৃষ্ণচূড়া তোমাকে ইত্যাদি তার বিশেষায়িত কাব্যগ্রন্থ ।