সুখী হবার লক্ষ্য এই জগৎ, কিন্তু এই লক্ষ্যই যে আসল লক্ষ্য নয়, এই কিতাবখানা আমাদের মাঝে সেই বোধ জন্মাবে। সুফিবাদে যেমন বলা হয় পরমপ্রিয়’র সাথে মিলন নয়, বরং মিলনের অভিলাষে কদম ফেলাই সবচেয়ে বড় ব্যাপার; ঠিক সেভাবেই গল্পের গাঁথুনিতে কিংবা চমৎকার কোনো উদাহরণ টেনে মওলানা বলবেন, ‘কর্মতৎপরতাই সাফল্যের মূল।’ সাফল্যকে তিনি কোনো নির্দিষ্ট ধারণায় আটকে দেননি। পৃথিবী এক খোলা ময়দান, এখানে যেকোনো লোক যেকোনো পন্থা অবলম্বন করে সফল হতে পারে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, মওলানার লেখা সূত্র যদি কেউ বাস্তবজীবনে প্রয়োগ করে, অবশ্যই অবশ্যই সে সুখ ও সফলতার দেখা পাবে।- অনুবাদক সুখী হবার লক্ষ্য এই জগৎ, কিন্তু এই লক্ষ্যই যে আসল লক্ষ্য নয়, এই কিতাবখানা আমাদের মাঝে সেই বোধ জন্মাবে। সুফিবাদে যেমন বলা হয় পরমপ্রিয়’র সাথে মিলন নয়, বরং মিলনের অভিলাষে কদম ফেলাই সবচেয়ে বড় ব্যাপার; ঠিক সেভাবেই গল্পের গাঁথুনিতে কিংবা চমৎকার কোনো উদাহরণ টেনে মওলানা বলবেন, ‘কর্মতৎপরতাই সাফল্যের মূল।’ সাফল্যকে তিনি কোনো নির্দিষ্ট ধারণায় আটকে দেননি। পৃথিবী এক খোলা ময়দান, এখানে যেকোনো লোক যেকোনো পন্থা অবলম্বন করে সফল হতে পারে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, মওলানার লেখা সূত্র যদি কেউ বাস্তবজীবনে প্রয়োগ করে, অবশ্যই অবশ্যই সে সুখ ও সফলতার দেখা পাবে।- অনুবাদক