জেনে রেখাে তােমরা যেমন দিনের বেলা প্রায় সময় আমাদের সাথে কাটাও, অনুরুপ আমরাও আমাদের সময় তােমাদের সাথে অতিবাহিত করি। তােমাদের সাথে আমরা শিক্ষকরা যত সময় এক সাথে থাকি আমরা আর কারও সাথে এত সময় থাকি না। এই জন্য তােমাদের প্রতি আমাদের মায়া-মমতা স্নেহ-ভালবাসা বেশি। শিক্ষার্থীরা আমরা ক্লাসে ক্লাসে তােমাদের পাঠদান করিয়েও আজ হলরুমে কিছু সময় তােমাদের সাথে অতিবাহিত করলাম। তােমরা কেমন জেনেছাে কেমন শিখেছাে এসব বুঝার জন্য তােমাদের সকলকে একত্রিত করে জানলাম, তােমাদের আমরা কেমন শিখিয়েছি । | হেড মাষ্টার শিক্ষার্থীদের সামনে মনের কথাগুলাে বলে পাশে বসা সহকারী শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বললেন, আমার ডানে বামে প্রতিষ্ঠানের স্যারেরা। বসে আছেন। তারা তােমাদের উদ্দেশ্য করে কিছু বলবেন। তিনি কিছু সময় নিরব থেকে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে বললেন, আমাদের কিছু ত্রুটি আছে। যতদূর সম্ভব সেগুলাে শােধরাতে হবে। এরপর অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বক্তৃতা করবেন বলে তিনি বসে পড়লেন। শিক্ষকদের উদ্দেশ্য করে যখন তিনি ত্রুটির কথা বললেন, তখন অন্য শিক্ষকরা একে অপরের দিকে তাকাতাকি করতে থাকলেন। ভাবলেন, যদি কোন
আল জিন্নাত ফেরদৌস। ১৯৬৬ সালে ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ উপজেলার বনখিদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম এলাহী বকস। মাতার নাম মরহুমা ফেক্সিমা খাতুন। ছোটবেলা থেকে তার কাব্য প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে। ১৯৮৯ সাল হতে তার লেখা, এক সময়ের দক্ষিণ বঙ্গের আলোড়ন সৃষ্টিকারী দৈনিক পত্রিকা রানারে ছাপা হয়। এরপর গ্রামের কাগজ ২০০৪ (যশোর), দৈনিক লোক সমাজ ২০১৫ (যশোর), দৈনিক জন্মভূমি ১৯৯৪ (খুলনা), দৈনিক পূর্ব অঞ্চল ১৪০২ বাংলা (খুলনা), দৈনিক আল মুজাদ্দেদ ১৪০২ বাংলা (ঢাকা), দৈনিক ইনকিলাব ১৯৯৪ (ঢাকা), দৈনিক প্রথম আলো ২০১৯ (ঢাকা), সাপ্তাহিক চিত্রালী, ঢাকা। ১৯৯৪ সাল হতে লেখকের লেখা নাটক খুলনা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়ে আসছে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৯। লক্ষী মেয়ে, চলো অন্য গ্রহে যাই, পোঁতা টাকার সন্ধান, আমার মানচিত্র, বাংলা আমার দেশ, হেড মাষ্টার, যে পথে কাঠা নেই, মানুষের জন্য মানুষ, আমার দেশ, অসুন্দরকে সুন্দর কর ইত্যাদি। তিনি যশোর সাহিত্য পরিষদের সদস্য। ঝিনাইদহ অঙ্কুর নাট্যএকাডেমির প্রকাশনা সম্পাদক। কালীগঞ্জ উপজেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি। কালীগঞ্জ নজরুল সাহিত্য পরিষদের সহ-সভাপতি। তিনি আবু বক্কর বিশ্বাস মকছেদ আলী ডিগ্রি কলেজ, চাপরাইল, কালীগঞ্জ, এর পরিচালক। লেখক বর্তমানে লেখালেখিতে ব্যস্ত আছেন।