প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আল জিন্নাত ফেরদৌস
আল জিন্নাত ফেরদৌস। ১৯৬৬ সালে ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ উপজেলার বনখিদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম এলাহী বকস। মাতার নাম মরহুমা ফেক্সিমা খাতুন। ছোটবেলা থেকে তার কাব্য প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে। ১৯৮৯ সাল হতে তার লেখা, এক সময়ের দক্ষিণ বঙ্গের আলোড়ন সৃষ্টিকারী দৈনিক পত্রিকা রানারে ছাপা হয়। এরপর গ্রামের কাগজ ২০০৪ (যশোর), দৈনিক লোক সমাজ ২০১৫ (যশোর), দৈনিক জন্মভূমি ১৯৯৪ (খুলনা), দৈনিক পূর্ব অঞ্চল ১৪০২ বাংলা (খুলনা), দৈনিক আল মুজাদ্দেদ ১৪০২ বাংলা (ঢাকা), দৈনিক ইনকিলাব ১৯৯৪ (ঢাকা), দৈনিক প্রথম আলো ২০১৯ (ঢাকা), সাপ্তাহিক চিত্রালী, ঢাকা। ১৯৯৪ সাল হতে লেখকের লেখা নাটক খুলনা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়ে আসছে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৯। লক্ষী মেয়ে, চলো অন্য গ্রহে যাই, পোঁতা টাকার সন্ধান, আমার মানচিত্র, বাংলা আমার দেশ, হেড মাষ্টার, যে পথে কাঠা নেই, মানুষের জন্য মানুষ, আমার দেশ, অসুন্দরকে সুন্দর কর ইত্যাদি। তিনি যশোর সাহিত্য পরিষদের সদস্য। ঝিনাইদহ অঙ্কুর নাট্যএকাডেমির প্রকাশনা সম্পাদক। কালীগঞ্জ উপজেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি। কালীগঞ্জ নজরুল সাহিত্য পরিষদের সহ-সভাপতি। তিনি আবু বক্কর বিশ্বাস মকছেদ আলী ডিগ্রি কলেজ, চাপরাইল, কালীগঞ্জ, এর পরিচালক। লেখক বর্তমানে লেখালেখিতে ব্যস্ত আছেন।