বন্ধুরা, আগস্ট মাসটা এলেই পুরো বাঙালি জাতি শোকের কালো রঙে ছেয়ে যায়। এমন শোকাবহ মাসে তোমাদের জন্য কিশোর বাংলা হাজির হলো আগস্ট—২০২২ সংখ্যা নিয়ে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে তাঁর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, তাঁর তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ নির্মমভাবে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়। তোমাদের মতই এক শিশু শেখ রাসেলের করুণ আকুতিও ঘাতকদের মনে দয়ার উদ্রেক করতে পারেনি। ঘাতকের নির্মম বুলেটে সেদিন বাঙালি জাতির আকাশে নেমে এসেছিল ভয়ানক কালো মেঘের ঘনঘটা। বন্ধুরা, আমরা অত্যন্ত ভাগ্যবান যে ষড়যন্ত্রকারীদের দেশবিরোধী পদক্ষেপগুলো সফল হয়নি। সময়ের পরিক্রমায় জাতির পিতার আদর্শ আজ আবারও মূর্তমান। তোমরা বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। তাহলে তোমরা দেশপ্রেমিক ও সুনাগরিক হয়ে উঠতে পারবে। উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে এর কোন বিকল্প নেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো। সর্বোপরি দেশকে ও দেশের মানুষকে অবশ্যই ভালোবেসো।