নতুন দেশ এবং সফর সবার জন্যই আনন্দদায়ক। কিছু দেশের অর্থনৈতিক, সামাজিক ও কারিগরি উন্নয়ন দেখার মতো। এদের মধ্যে চীন, কোরিয়া, মালয়শিয়া, ভিয়েতনাম অন্যতম। সবসময়ই আশা থাকে ঐ সব দেশের গিয়ে নতুন কিছু শিখতে পারব। এদের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের প্রতি ভালবাসা মুগ্ধ করে। এরা পরিবেশ কে নিজ সন্তানের মত ভালবাসে।br সেমিনার শুরু হওয়ার পর বুঝতে পারলাম প্রশিক্ষণটি আমার ডিপার্টমেন্ট এবং আমার এরিয়া থেকে ভিন্ন। প্রতিদিন সেমিনারে অংশগ্রহণের পর ভাবতাম এই ভ্রমণ নিয়ে একটি লেখা লেখব। প্রতিদিন রাতে ওঁদের বিভিন্ন লোকাল টিভি চ্যানেলসমূহ দেখতাম এবং লোকাল ইংলিশ পেপারগুলো পড়ার চেষ্টা করতাম। আমার ভাবনায় ছিল, পরবর্তীতে কেউ চীন সম্বন্ধে জানার চেষ্টা অথবা ভ্রমণে আসলে যেন একটু হলেও সাহায্য পায়। সেই আকাঙ্ক্ষা থেকেই লেখা।
নতুন দেশ এবং সফর সবার জন্যই আনন্দদায়ক। কিছু দেশের অর্থনৈতিক, সামাজিক ও কারিগরি উন্নয়ন দেখার মতো। এদের মধ্যে চীন, কোরিয়া, মালয়শিয়া, ভিয়েতনাম অন্যতম। সবসময়ই আশা থাকে ঐ সব দেশের গিয়ে নতুন কিছু শিখতে পারব। এদের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের প্রতি ভালবাসা মুগ্ধ করে। এরা পরিবেশ কে নিজ সন্তানের মত ভালবাসে।br সেমিনার শুরু হওয়ার পর বুঝতে পারলাম প্রশিক্ষণটি আমার ডিপার্টমেন্ট এবং আমার এরিয়া থেকে ভিন্ন। প্রতিদিন সেমিনারে অংশগ্রহণের পর ভাবতাম এই ভ্রমণ নিয়ে একটি লেখা লেখব। প্রতিদিন রাতে ওঁদের বিভিন্ন লোকাল টিভি চ্যানেলসমূহ দেখতাম এবং লোকাল ইংলিশ পেপারগুলো পড়ার চেষ্টা করতাম। আমার ভাবনায় ছিল, পরবর্তীতে কেউ চীন সম্বন্ধে জানার চেষ্টা অথবা ভ্রমণে আসলে যেন একটু হলেও সাহায্য পায়। সেই আকাঙ্ক্ষা থেকেই লেখা।
Md. Shariful Islam B. Sc (Hons.) M. Sc First Class Lecturer Department of Chemistry Bangladesh International School and College Dhaka Cantonment, Dhaka