বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বাংলা জনপদের প্রাচীন এবং বর্তমান পরিচয়ের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একথা সত্য পরিবর্তন সময়ের অনিবার্য চাহিদা, সভ্যতার বিকাশেও এ প্রক্রিয়া অনস্বীকার্য। বাঙালি জাতির হাজার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, নৃতাত্ত্বিক পরিচয়, জনপদের প্রাচীন ভৌগোলিক পরিচয়, রাষ্ট্র-ব্যবস্থা, রাজনীতি, সমাজনীতি, দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিচিত্র বিষয়ের অভ্যন্তরে একসাথে প্রবেশ করা প্রায় অসম্ভব। উপরন্ত সামগ্রিক ধারণা লাভের জন্য এ বিষয় সম্বন্ধে নির্ভরযোগ্য একক বা পূর্ণাঙ্গ কোনো গ্রন্থ অদ্যাবধি রচিত হয় নি। কেউ হয়তো সংস্কৃতি নিয়ে, কেউ সমাজ-রাজনীতি নিয়ে, কেউ রাষ্ট্রীয় ইতিহাস বিষয়ে ভিন্ন ভিন্ন গ্রন্থ রচনা করেছেন; অথচ শিক্ষার্থীদের পাঠ্যক্রমে সবগুলো বিষয়ই একসাথে অন্তর্ভুক্ত। শিক্ষার্থীদের পক্ষে একটি বিষয়ের জন্য একাধিক নির্ভরযোগ্য গ্রন্থ নির্বাচন ও সংগ্রহ করা প্রায় অসম্ভব। এজন্য বিবিধ বিষয়ে রচিত একাধিক পণ্ডিতের গ্রন্থ থেকে পাঠ্যক্রমভুক্ত নির্বাচিত অংশ এ গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে; যাতে শিক্ষার্থীরা নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য-উপাত্ত সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং ভবিষ্যতে এ ব্যাপারে আরও উৎসাহী হয়ে উঠতে পারে।