আমি আমার অন্তর্দৃষ্টি যখন প্রসারিত করি তখন আমার বোধিতে অনুভব করি, ভারি সুন্দর আমার এই দেশ। স্বাধীন বাংলাদেশ। এমনি সবুজে ঘেরা, মায়াবী দেশে জন্ম আমার। আকাশের নীল ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। যে দেশে আমি জন্মেছি সেখানেই আমার শিকড়। চারাগাছ থেকে একসময় মহীরুহ হয়ে উঠেছি। ডালপালার বিস্তৃতি হয়েছে। ঐশ্বর্যের পেছনে ছুটে চলা মানুষকে একটা সময় থমকে যেতেই হয়। মনে পড়ে যায় তলস্তয়ের সেই গল্পটি ‘কতটুকু জমি একটি মানুষের দরকার? একাত্তরের নয়টা মাস বাঙালি জাতির জন্য গৌরবময় ইতিহাস হয়ে থাকবে যুগ যুগ। এই রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ফিরে দেখি নিজেকে, যেখানে জন্মেছি। এই সুন্দর দেশের কাছে আমারও তো কিছু ঋণ আছে। ইচ্ছে ছিল একটি ট্রিলজি লেখার। এর প্রথম অংশটির নাম 'বিপন্ন অস্তিত্ব' উপন্যাসটির কাহিনি ১৯৪৭ সালের দেশ ভাগের পূর্ববর্তী সময়। দ্বিতীয় অংশটির নাম 'মধ্যগগন'। উপন্যাসটির কাহিনি দেশ ভাগের পরবর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতার পূর্ব পর্যন্ত। তৃতীয় অংশটির নাম 'স্বাধীন ভোর' এই উপন্যাসটি হচ্ছে আমার ট্রিলজির শেষ অংশ। এই উপন্যাসে আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিকা রচনা করেছি। কিছু কাল্পনিক চরিত্রের সঙ্গে যুক্ত করেছি উপযুক্ত দলিল । পাঠকের সুবিধার্থে এই তিনটি গ্রন্থ একত্র করে 'মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র'। শিরোনামে প্রকাশ করলাম।
জুলফিয়া ইসলাম:কথাসাহিত্যিক, গীতিকবি ও শিল্পী। গ্রন্হসংখ্যা : ৫৭ টি। বাংলাদেশ টেলিভিশনের স্বীকৃত গীতিকার। "মেঘ ছুঁয়েছে স্বপ্ন" তার প্রথম অ্যলবাম। নিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন তিনি। আরো কন্ঠ দিয়েছেন শিল্পী সুবীর নন্দী,রথীন্দ্রনাথ রায়,রফিকুল আলম-সহ ভারতের শ্রীকান্ত আচার্য। সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল,শাহীন সরদার ও উদয় বন্দোপাধ্যায়। " পদ্মপাতায় জল" তার এই উপন্যাসটির ধারাবাহিক নাট্যরূপ প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (২০১১)। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। ছিলেন শিক্ষকতায় ও সাপ্তাহিক ২০০০-এ। প্রতিষ্ঠাতা: জুলফিয়া ইসলাম সমাজকল্যাণ সংস্হা (JISKS) বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত প্রতিষ্ঠান। কর্ণধার: জুই প্রকাশন (JUI) পুরস্কার : বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার ১৪২৪ (বাংলা) দেশ পত্রিকা,কলকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা: এম,এ,বি এড। ভ্রমণ:ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই,সৌদি আরব,মালদ্বীপ, ইন্দোনেশিয়া।১৯৯৮ সাল থেকে প্রকাশিত মোট ৫৭ টি বইয়ের অধিকাংশই আছে বিদ্যাপ্রকাশে।এছাড়াও অনিন্দ্য প্রকাশনীতে আছে ৩ টি, অনন্যা প্রকাশনীতে আছে ৩ টি,পার্ল পাবলিকেশন্সে আছে ২ টি,বাংলাপ্রকাশে আছে ১টি,ন্যাশনাল পাবলিকেশন্সে ও জুই প্রকাশনে আছে ৬ টি বই,প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।