ফ্ল্যাপে লিখা কথা আশির দশকের যে কয়েকজন কথাশিল্পী জনপ্রিয়তার মোহ ত্যাগ করে দেশ, সমাজ ,ইতিহাস ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতার স্বীকার করে মৌলিক সাহিত্য -সৃষ্টিকর্মে নিজেকে ব্যাপৃত রেখেছেন, সালাম সালেহ উদদীন তাঁদের একজন । গল্প,উপন্যাস ,প্রন্ধব, শিশুসাহিত্য ও সম্পাদনা মিলে ইতোমধ্যে তাঁরগ্রন্থসংখ্যা বিশ ছাড়িয়ে গেছে। দীর্ঘদিন যুক্ত আছেন সংবাদপত্রের সাথে । পেশাগত কারণে তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিশেছেন। গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন তাদের অন্তর্জগৎে। ফলে তাদের সুখদুঃখ ,হাসিকান্না,আনন্দবেদনা ,ভাঙন ,ক্ষয় ,অস্তিত্বসংকট ,লোভ, হিংসা,রিরংসা,রোমান্টিকতা,দাম্পত্যসংকট ,নৈঃসঙ্গচেতনা,বিচ্ছিন্নতোবোধ, মনস্তাত্বিক জটিলতা ইত্যাদি বিষয় উঠে এসছে তাঁর ্গল্পউপন্যাসে। গ্রাম ও নগর ,দুই-ই তাঁর সাহিত্যে প্রাধান্য বিস্তার করে আছে। তাঁর কথা সাহিত্যের মানুষগুলোর অধিকাংশই পোড়খাওয়া ,ভাগ্যবিড়ম্বিত,সমাজ সংসারের টানাপোড়নে অসহায়, অঙ্গুর। তারপরও সব প্রতিকূলতা মোকাবেলা করে তারা বেঁচে থাকে কিংবা নিরুদ্দেশ হয়। প্রত্যাশিা ও স্বপ্নই তাদের সামনে এগিয়ে নিয়ে যায়। তার সৃষ্ট চরিত্রগুলো গ্রাম বা শহুরের বাস্তব পরিবেশ প্রতিবেশে থেকে তুলে আনা। বাস্তবতার খোঁড়লের অন্ধকারে আলো ফেলে তিনি তুলে আনেন ভেতরের বাস্তবতার রঙ ও রুপ। উন্মোচন করেন জীবন ও সমাজের সত্যের গভীরে সত্যকে । এক সাক্ষাৎকারের তিনি বলেছেন, ‘জীবনের কোন নিষ্ঠুর বাস্তব দিক আমাকে স্পর্শ বা আঘাত করলে তখনই কেবল ঐ ঘটনাকে লেখার উপাদান হিসেবে দাঁড় করানোর চেষ্টা করি। ‘ দৃষ্ট বাস্তবতার উপর কিছুটা কল্পনার রঙ চড়ালেও তা মিলেমিশে বাস্তব সত্য হয়ে ওঠে আমাদের কাছে । ক্ষুদ্র পরিসরে এ গ্রন্থে সালাম সালেহ উদদীন কথাসাহিত্যের বিষয়বৈচিত্র্য,গতিপ্রকৃতি এবং তার শিল্প দৃষ্টি মূল্যায়নের চেষ্টা করা হয়েছে।
সূচিপত্র * ছোটগল্পের বিকল্প ভাবনা, টিকে থাকা না থাকা * সালাম সালেহ উদদীনের গল্পে জীবন ও সমাজবাস্তবতা * স্বাধীনতা -উত্তরকালে বাংলাদেশের উপন্যাস * সালাম সালেহ উদদীনের উপন্যাস: আখ্যানবৈচিত্র্যে সমাজজীবনের বহুকৌণিক দ্যুতি * উপসংহার * সহায়ক গ্রন্থ * জীবনপঞ্জি
সমীর আহমেদ : ঢাকা জেলার দোহার। উপজেলায় ১৯৭৩ সালের ১ জানুয়ারি কৃষক পরিবারে তার জন্ম। বাবা চান বেপারী এবং মা হাজেরা বেগম; উভয়েই প্রয়াত। গ্রামের স্কুল ও কলেজে পড়াশােনা। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। বর্তমানে সরকারি কলেজে অধ্যাপনা করেন। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা ও সম্পাদনাসহ প্রকাশিত গ্রন্থ ১৯টি। প্রথম উপন্যাস ‘মরা কটালের জোছনা’র জন্য অধুনালুপ্ত আজকের কাগজ সাহিত্য পুরস্কার অর্জন। ছােটগল্পের জন্য দেশের বিভিন্ন সাহিত্য সংগঠন দ্বারা সম্মানিত হয়েছেন। চিন্তাভাবনায় সতত প্রগতিশীল। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা আমাদের অস্তিত্বের অংশ। জাতিসত্ত্বার পরিচয়। মানুষে মানুষে ভেদাভেদ নয়; মানবিকতাই উত্তম ধর্ম।