পুরুষের কান্না
মোঃ শাহজাদা খন্দকার
পুরুষের কান্না বিগলিত অশ্রু নয়!
নয় কোন কাজলমাখা আঁখি জল!
পুরুষের কান্না হৃদয়ের রক্তক্ষরণ!
পুরুষের কান্না পাহারের ঝর্ণা ধারা নয়!
নয় কোন স্রোতস্বিনীর কুলুকুলু ধ্বনি!
পুরুষের কান্না নায়াগ্রা জলপ্রপাত!
পুরুষের কান্না শীতের শিশির নয়!
অথবা নয় কোন দখিনা সমীরণ!
পুরুষের কান্না দমকা বাতাসের আলোড়ন!
জৈষ্ঠের খররৌদ্রের উষ্ণ পবন----------
সাহারার বুকে তাপদাহের আলেয়া!
পুরুষের কান্না মসির শীতল নির্ঝরিণী নয়!
বীরের অসির ঝাঁঝালো ঝনঝনানি!
পুরুষের কান্না বাঁশির রাগিনী নয়!
ক্ষিপ্ত,দূরন্ত সহিসের চাবুক ধ্বনি!
পুরুষের চোখের পানি অলংকার নয়!
পুরুষের চোখের জল, তরল এমোনিয়ার ঝাঁঝ!
পুরুষের কান্না আফ্রিকার বুভুক্ষু বাঁজ!
হিংস্র শ্বাপদের আক্রমনরত ধারালো নখর!
পুরুষের কান্না বিদ্রোহী কবির কলমের আখর!
জীবনযুদ্ধের বীর
মোঃ শাহজাদা খন্দকার
বৃথা আস্ফালন!হে জীবন যুদ্ধের বীর!
জয়ের নেশায় তুমি নিরন্তর অস্থির!
জয় হয়তো একদিন তোমারই হবে--
রক্ত-ঘামের চরম মূল্য দিবে--------!
জীবন সায়াহ্নে এসে তুমিই দেখিবে--
সব বৃথা, সবই নিষ্ফল, কেবলি ফক্কিকার!
যৌবনের আমোদ-আহলাদ সবই ত্যাজিয়া!
আত্মীয়-স্বজন,প্রতিবেশীর 'হক' মারিয়া ----
'জয়তিলক' তুমি নিলে কাড়িয়া ----!!
স্বজাতের সন্তানেরা হইল গাদ্ধার!
তারাই করিবে তোমাকেই সংহার!
প্রচণ্ড আক্ষেপে নেত্র তোমার!
হবে বিস্ফারিত!
কার তরে তুমি সুখ হরিলে?
যুদ্ধ করিলে? হে 'বীর'!!
সবই তোমার আততায়ী!