স্বপ্নলোক এমনই এক স্থান যেখানে পৌঁছানোর আকাঙ্ক্ষা থাকে সবার। কাল্পনিক সেই জগতে পৌঁছানো অসম্ভব। তা জেনেও স্বভাবজাত কারণেই স্বপ্নলোকে পৌঁছাতে চায় মানুষ। এই গ্রন্থে আছে স্বপ্নলোকে পৌঁছানোর নানা প্রচেষ্টার কথা। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত জুড়ে থাকা নানা সংগ্রামের কথা। স্বপ্নলোকে পৌঁছে যাওয়ার জন্য মানুষ বেছে নেয় নানাবিধ পথ। স্বপ্ন পূরণের পথে কেউ সঙ্গী করে ভালবাসাকে। কারো পথ হয় প্রতিবাদের। কেউ হয়ত বেছে নেয় পরিশ্রমের পথটি। কেউ আবার শুধুই ধৈর্য ধরে প্রতীক্ষায় থাকে স্বপ্নলোকের পথ খুঁজে পাবার। অসম্ভবকে সম্ভব করে কারো জীবনে হয়ত ধরাও দেয় সেই স্বপ্নলোক। তারা সুখ খুঁজে পায় নিজেদের স্বপ্ন পূরণের মাধ্যমে। অনেকের চেষ্টা চলতেই থাকে জীবনভর। অনেকেই বিফল হয় স্বপ্ন পূরনে। নিজ স্বপ্ন পূরণের বিফলতা, কাঙ্ক্ষিত স্বপ্নলোকে পৌঁছানোর ব্যর্থতা অনেকের মনে জন্ম দেয় হিংসা, প্রতিশোধস্পৃহা এবং ধ্বংসাত্মক মনোভাব। ১৫টি গল্প নিয়ে সাজানো স্বপ্নলোক গল্প সংকলনে আছে সেরমই কিছু মানুষের কথা যারা স্বপ্নলোকে পৌঁছানোর জন্য তাদের যাত্রা শুরু করেছিল। কেউ হয়ত পৌঁছে গেছে তাদের স্বপ্নলোকে। কেউ এখনো পৌঁছায়নি। বিফলতা আর ব্যর্থতা কারো কারো মনে জন্ম দিয়েছে ক্ষোভ কিংবা প্রতিহিংসা। প্রতিশোধের আগুনেও হয়ত জ্বলছে কেউ কেউ। বইটিতে আছে ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশী জীবনবোধের ছোঁয়া। আছে সফলতা এবং ব্যর্থতা। সর্বোপরি আছে মায়া, আবেগ আর ভালোবাসায় ভরা নানা প্রকার স্বপ্ন।
তাসনুভা সোমা একজন ব্রিটিশ-বাংলাদেশী লেখক। তার জন্ম, পড়াশোনা ও বেড়ে ওঠা প্রাণচাঞ্চল্যে ভরপুর ঢাকা শহরে। এসএসসি ও এইচএসসি শেষ করেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। স্নাতক ও স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে। মাতৃভূমি ছেড়ে বিলেতে আসার পর উচ্চশিক্ষা নিয়েছেন ব্যবসায়িক প্রশাসনে। এছাড়াও ডিপ্লোমা করেছেন বেশ কয়েকটি বিষয়ে। সন্তান ও পারিবারকে সময় দেয়ার উদ্দেশ্যে এক সময় সরে আসেন কর্মজীবন থেকে। তিনি দীর্ঘদিন যাবত বিলেতে বসবাস করলেও, বাংলা ভাষার প্রতি অপরিসীম টান থেকে বাংলায় সাহিত্য চর্চা করে গেছেন নিয়মিত। ছোটবেলা থেকেই লেখার অভ্যাস তার। তবে লেখক হিসেবে আত্মপ্রকাশ ২০১৯সালে। শখ থেকে তার লেখার শুরু এবং লিখছেন সাহিত্যের বিভিন্ন শাখায়। পত্রিকায় নিয়মিত কলাম লেখা ছাড়াও লিখছেন উপন্যাস, ছোটোগল্প, বড়গল্প, প্রবন্ধ, কবিতা ও ভ্রমণ কাহিনি। লেখকের পছন্দের বিষয়ের মধ্যে আছে মানবজীবন ঘেষা ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতি। লিখতে ভালবাসেন চারপাশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী, ইতিহাস, মানবজীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না নিয়ে। বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা দেড় শতাধিক কলাম ছাড়াও ছাপা হয়েছে ভ্রমণ কাহিনি, ছোট গল্প ও প্রবন্ধ।