“বিষয়: গণমাধ্যম" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বাংলাদেশের গণমাধ্যম জগত খুবই সমৃদ্ধ। গণমাধ্যম জগতে নানা সমস্যা ও সম্ভাবনা রয়েছে। বহু বছর যাবত এসব সমস্যা ও । সম্ভাবনা নিয়ে সভা, সেমিনার ও আলােচনা হচ্ছে নানা ফোরামে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাম্প্রতিক আলােচিত বিষয়গুলাে বিভিন্ন সময়ে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। গণমাধ্যম বিষয়ে অভিজ্ঞ লেখকরা সেই সব বিষয় উপস্থাপন করেছেন বিশদভাবে। এই সব গণমাধ্যম ভাবনা তাই কেবল সংশ্লিষ্টজন নয়, সাংবাদিক ও শিক্ষার্থীদের কাজে আসবে, গণমাধ্যমে নবাগতদের গাইড। করবে, একই সঙ্গে উৎসাহীদের জানার পরিধিকে সমৃদ্ধ করবে। সবচেয়ে বেশি কাজে লাগবে ছাত্র ও গবেষকদের। সংবাদপত্রে। প্রকাশিত লেখা পরবর্তীকালে চট করে হাতের কাছে পাওয়া যায়না। অথচ নানা কারণে লেখাগুলাে শুধু গুরুত্বপূর্ণই নয়, প্রাসঙ্গিকও বটে। তাই এধরনের লেখাগুলাে একটি গ্রন্থে মলাটবন্দী হওয়া খুবই প্রয়ােজন। বর্তমান সংকলনে, সংবাদপত্র, টেলিভিশন, বেতার, চলচ্চিত্র, আন্তর্জাতিক গণমাধ্যম ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাক্ষাৎকার প্রভৃতি বিষয় সন্নিবেশিত হয়েছে। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের সম্পাদনায় সংকলনটি গণমাধ্যম বিষয়ক প্রকাশনায় নতুন মাত্রা যােগ করবে নিঃসন্দেহে।