"মানতিকুত তোয়ায়ের " বইয়ের সংক্ষিপ্ত লেখা: গ্রন্থের শুরুতে আল্লাহ্ পাক ও তাঁর রাসূলের (সাঃ) প্রশংসাবাদ ও খােলাফায়ে রাশেদীনের সুখ্যাতি বর্ণনা করার পর হিতােপদেশমূলক আসল বক্তব্য বিষয়কে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য গল্পের মাধ্যমে পাখীর মুখে তা ব্যক্ত করেছেন; যথা—হুদহুদ, তােতা, মােরগ, বুলবুল, চকোর ইত্যাদি। একদিন পক্ষীকূল একস্থানে সমবেত হয়ে তাদের বাদশাহ্ নির্বাচন করতে চাইল। হুদহুদ এই পদের জন্য সী-মােরগের নাম প্রস্তাব করায় অন্যান্য পাখীরা আপত্তি উত্থাপন করল। হুদহুদ সকলের আপত্তির বিষয় শুনল এবং প্রত্যেকের আপত্তি যুক্তি-তর্ক দ্বারা খণ্ডন করল। অবশেষে সকলেই হুদহুদের প্রস্তাব সমর্থন করে সীমােরগকে বাদশাহ্ বলে স্বীকার করতে রাজি হল। অতঃপর সকলেই তাদের বাদশাহর সন্ধানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। কিন্তু রাস্তায় প্রতিবন্ধকতা, দুঃখ-কষ্ট ও অসুবিধার কথা শুনে আবার সকলেই এক একটি আপত্তি উত্থাপন করল যে, নানাপ্রকার অসুবিধার দরুণ তারা তাদের বাদশাহ্র সন্ধানে যেতে অপারগ। কিন্তু হুদহুদের যুক্তি-তর্কের কাছে তাদের ওজর-আপত্তি টিকল না। ঠিক এমনি আমাদের মধ্যেও এমন অনেক লােক আছেন, যারা প্রকাশ্যে আল্লাহ্-প্রেমিক; আল্লাহর পথে জান কুরবান করতে প্রস্তুত। কিন্তু কার্যক্ষেত্রে বা বাস্তবে তারা কয়জন টিকে থাকতে পারেন?