এই বইটি আমাদের আশার কথা বলবে। একজন মানুষের মানসিক অসুস্থতা থাকলেই জীবন থেমে যাবার নয় সে কথা বলবে। মানসিক অসুস্থতা লজ্জার, ভয়ের বা লুকিয়ে রাখবার বিষয় নয়, সেই সাহস দেবে।
বইটি পড়লে আপনি নিজের অনেক আচরণের অন্তর্নিহিত কারণ ও তার প্রভাব সম্বন্ধে পরিষ্কার ধারণা পাবেন এবং সেইসাথে বুঝতে পারবেন আপনার প্রিয়জনদের অবোধ্য আচরণ। যা হয়তো পরিবারে অশান্তি বা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি করছে কিংবা হয়তো আপনার সন্তানের বা আপনজনের কোনো আচরণ আপনাকে চিন্তিত করে তুলছে সেটাও এই বই পড়ে বুঝে নিতে পারেন। তবে একটি বিষয়ে অত্যন্ত মনোযোগী হতে হবে, যেন আপনি নিজেকে এই ব্যাধি দ্বারা চিহ্নিত না করেন। অর্থাৎ নিজেকে বা অন্যকে ‘লেবেল’ করা থেকে বিরত থাকতে হবে। বইটি পড়ে কোনো এক বা একাধিক ব্যক্তিত্বের ব্যাধির সাথে নিজের আচরণের মিল খুঁজে পেলে সঠিক চিকিৎসার শরণাপন্ন হবেন- এটাই প্রত্যাশা।
নিজেকে ব্যাধি দ্বারা চিহ্নিত করলে সুস্থ হয়ে ওঠবার সম্ভাবনা অনেকাংশেই কমে যেতে পারে। কারণ আক্রান্ত ব্যাক্তি তখন ব্যাধির সাথে নিজেকে সংযুক্ত করে ফেলতে পারে, আর সেই কারণে ব্যাধির কাছে আনুগত্য স্বীকার করার প্রবণতা দেখা দেয়।
অন্যদিকে আরেকজনকে তার ব্যাধি দ্বারা চিহ্নিত করলে কিংবা তিরস্কার করলে একটি অমানবিক কাজ করা হবে। কাছের মানুষের ক্ষেত্রে তাকে সাহায্য করার জায়গায় দূরে ঠেলে দেয়া হবে। এতে প্রিয় মানুষটির সাথে দূরত্ব বাড়বে, সম্পর্কও শেষ হয়ে যেতে পারে। মনে রাখতে হবে একজন মানুষের ব্যক্তিত্বের ব্যাধি তার অপরাধ নয়। অসুখের শিকার, সুচিকিৎসার মাধ্যমে তাঁদের সুস্থ করা সম্ভব, তাঁদের সুচিকিৎসার আওতায় আনা সবার দায়িত্ব।
ঢাকায় জন্ম শিল্পী রহমানের পিতা শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং জীবনযোদ্ধা রওশন আজিজের কনিষ্ঠা কন্যা। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে থাকেন। তিনি ঢাকা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা করে সবশেষে ব্রিসবেনের QUT থেকে কাউন্সেলিং-এ মাস্টার্স করে এখন এই পেশাতেই মনোনিবেশ করেছেন। তিনি মানসিক স্বাস্থোয় ওপরে বেশ কিছু বই লিখেছেন, 'মনের ওজন', 'মানসিক অসুস্থতায় কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা' বইটি দেশে বিদেশে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। উৎকণ্ঠাহীন নতুন জীবন, ধর্ষক, ধর্ষণ ও প্রতিকার, এবং 'পারসোনালিটি ডিসঅর্ডার' বইগুলো মানুষকে ভাববার সুযোগ করে দিয়েছে। যুদ্ধোত্তর জীবন সংগ্রাম নিয়ে উপাখ্যান 'যুদ্ধ শেষে যুদ্ধের গল্প' পাঠক মহলকে বেশ নাড়া দিয়েছে এবং এই বইটির একটি ইংলিশে অনুবাদ করা হয়েছে 'War after the war', দেশি-বিদেশি সব পাঠকদের জন্য। নিবন্ধ সংকলন 'দিন বদলের ফর্মুলা' বইটি জীবনের কথা বলে, পরিবর্তনের কথা বলে এবং ভিন্ন দৃষ্টিভঙ্গী দিয়ে নতুন করে ভাববার কথা বলে। তাঁর লেখা কবিতার বই 'পাহাড় হবো' এবং 'পথের অপেক্ষা' নিখুঁতভাবে ছুঁয়ে যায় মানুষের সূক্ষ্ম অনুভূতি। মানসিক স্বাস্থ্য এবং তার চিকিৎসার গুরুত্ব প্রচারে সোচ্চার কন্ঠ শিল্পী রহমান সামাজিক সচেতনতামূলক 'দৃষ্টিভঙ্গির কথা বলছি' ইউটিউব ভিডিও চ্যানেলের এর প্রবর্তক, সেই সাথে সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন গল্পকার। শিল্পী রহমানের স্বামী খোন্দকার রেজাউর রহমান, ছেলে নির্ঝর ও মেয়ে নদী।