'ডাইনী' আর 'ডাইনী পুনরাগমন' পাঠকের মনে নানা প্রশ্নের উদ্রেক করেছিল।
'ডাইনী', যেখানে অজ্ঞাতনামা এক লাশের সাথে পাওয়া ডায়েরিতে মৃত ব্যক্তি নিজেকে ডাইনী বলে দাবি করে। চিরযৌবন আর অমরত্ব ধরে রাখতে ডাইনীদের এক বিশেষ ধরণের 'তামালিক' পুরুষদের সাথে যৌন সম্পর্ক তৈরী করতে হয়। ডাইনীরা তামালিক পুরুষের প্রাণশক্তি নিজের মধ্যে ধারণ করে নেয় ফলে অকালে মৃত্যু হয় তামালিকের। ডাইনীদের মাঝে মানবিক অনুভূতি অনুপস্থিত থাকলেও মানব মনের অব্যক্ত গোপন কথা জেনে, মানুষকে নিয়ন্ত্রণ করার নিষিদ্ধ আনন্দ পায়। তবে এরা যদি সত্যি সত্যি কাউকে ভালোবেসে সন্তান ধারণ করে, তবে তাদের ডাইনী শক্তি নিঃশেষ হয়।
শেষ পর্যন্ত গল্পের ডাইনী নিজেকে সংযত করতে পারে না, ডাইনী থেকে পরিণত হয় এক সাধারণ মানবীতে, রেখে যায় উত্তরসূরিকে । কিন্তু কোথায় সে ?
সিরিজের পরবর্তী বই 'ডাইনী পুনরাগমন' এ শাহানা নামের মেয়েটি নিজের অলীক শক্তি আবিষ্কার করে ।
ডাইনী শক্তি ব্যবহার করে নিজের সাথে হওয়া ঘোরতর অন্যায়ের প্রতিশোধ নেয় সে। এই যাত্রায় তার সাথে পরিচয় হয় জীবনের প্রথম তামালিক পুরুষ লেখক আনোয়ার সাদাতের। গল্পের শেষে শাহানা লেখকের জন্য একটি রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। শাহানা জানে না লেখক তার সাথে দেখা করতে আসবে কিনা। পাঠকের মনেও প্রশ্ন তৈরী হয়, আনোয়ার সাদাত কি এসেছিল ডাইনী শাহানার পাতা জালে আটকে যেতে?
সিরিজের শেষ বই 'ডাইনী সমাপ্তি' তে পাঠকের সব কৌতূহল মেটানোর চেষ্টা করা হয়েছে। কোথায় তবে শাহানার গন্তব্য? ডাইনী শক্তি বলে আসলেই কি কিছু আছে? থাকলে তার উৎস কোথায় ?
ডাইনী জীবনের পরবর্তী উত্তেজনাপূর্ণ যাত্রার সহযাত্রী হওয়ার আমন্ত্রণ রইলো 'ডাইনী সমাপ্তি' তে। ('ডাইনী সমাপ্তি' পড়ার আগে 'ডাইনী' এবং 'ডাইনী পুনরাগমন' পড়া থাকলে এই বইটি পাঠকের জন্য বেশি উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস)
সালমা সিদ্দিকার জন্ম নারায়ণগঞ্জ জেলা শহরে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ই-কমার্সে পেশা শুরু করেন। বর্তমানে ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাস করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সালমা সিদ্দিকা বই পড়তে ভালোবাসেন। স্কুল জীবন থেকে লেখালেখির হাতেখড়ি।অন্যপ্রকাশ আয়োজিত গল্প কবিতা ডটকম নামে অনলাইন ওয়েব পোর্টালে ছোটগল্প লিখে অনেকবার শ্রেষ্ঠ গল্পকার হিসাবে পুরস্কৃত হয়েছেন। তাঁর শ্রেষ্ঠ গল্পগুলো অন্যপ্রকাশ থেকে অমর একুশে বই মেলায় সেরা গল্প সংকলনে প্রকাশিত হয়। সেই সময় থেকেই লেখকের ভক্ত পাঠক শ্রেণী গড়ে উঠে।২০১৮ সালে লেখকের একক প্রথম প্রকাশিত বই "গল্পটা কাল্পনিক" ফয়সল আরেফিন দীপন স্মৃতি সাহিত্য পুরস্কার অর্জন করে।লেখকের ডাইনী সিরিজের তিনটি বই ব্যাপক পাঠক জনপ্রিয়তা পায়। ২০১৮ সালে "ডাইনী" ২০২১ সালে "ডাইনী পুনরাগমন" এবং ২০২৩ সালে "ডাইনী সমাপ্তি" প্রকাশিত হয়।তাঁর লেখা থ্রিলার, হরর আর ব্যাখ্যাতীত বিষয় নিয়ে গল্প পাঠকের বেশী পছন্দের। এছাড়ায় জীবন ধর্মী এবং রম্য লেখাতেও দক্ষতায় একজন পেশাদার লেখক হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন।২০২০ সালে "ভ্রান্তিকাল" ২০২১ সালে "চুরমার হিউমার" এবং একই বছর "একটা গোপন কথা ছিল বলবার" ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করে।