হ্যারল্ড ব্লুম হইলেন বিশ শতকের আমেরিকান লিটারেরি ক্রিটিসিজমের অন্যতম গুরুত্বপূর্ণ লোক। উনার বইপত্র নাড়াচাড়া করা আমার ব্যক্তিগত রিডিংয়ের জন্যে একটা টার্নিং পয়েন্টই বলা যায়। কারণ, ভালো ক্রিটিসিজম যে একটা লেখার জন্যে কতটা সহায়ক হইতে পারে তা হ্যারল্ড ব্লুমের থাইকাই শিখতে পারছিলাম। অন্তত অই চেষ্টাটা পড়ার পর থিকাই শুরু হইছিলো আরকি। উনি প্রায় ৫০ টারও উপ্রে বই লেখছেন। বিশেষত বিভিন্ন রাইটারগোর উপ্রে আলাদা কইরা লিটারেরি ক্রিটিসিজম সম্পাদনা ও সংকলন করার জন্যে ওনার নাম সবার উপরে থাকবে। ওনার দ্যা এ্যাংজাইটি অব ইনফ্লুয়েন্স, দ্যা এনাটমি অব ইনফ্লুয়েন্সঃ লিটারেচার এজ এ্যা এ্যাওয়ে অব লাইফ, হাউ টু রিড এন্ড হোয়াই - এই বইগুলার কথা আলাদা কইরা কইতেই হয়। প্যারিস রিভিউ'র নেওয়া ওনার এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ, এই ইন্টারভিউটায় ওনার ছোটবেলা হইতে শুরু কইরা এই লিটারেরি ক্রিটিসিজমের ফিল্ডে আসা পাশাপাশি বিভিন্ন রাইটারগোর সম্পর্কে মূল্যায়ন পাশাপাশি লিটারেরি ক্রিটিসিজমের অবস্থা পাশাপাশি এই ফিল্ডে আসার পর আক্রমণের স্বীকার মানে ওনার সামগ্রিক জীবনের একটা সারসংক্ষেপের দেখা মিলবে এই ইন্টারভিউটা। আশা রাখি, এই ইন্টারভিউটা ভবিষ্যতে হ্যারল্ড ব্লুমরে পড়ার জন্যে উসকাইয়া দিবে। হ্যাপি রিডিং। 🙂