গভীর নির্জন রাত। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আকাশ শুয়ে শুয়ে গান শুনছে। হঠাৎ কারও পায়ের শব্দ শুনতে পেল। তখন নজরুলের বিখ্যাত গান ‘মোর প্রিয়া হবে এসো রাণী দেব খোপায় তারার ফুল’ চলছিল। দেখল দরজার ফাঁক দিয়ে একটা ছায়া এসে পড়েছে ওর ঘরে। আলো-অন্ধকারের লুকোচুরি খেলায় বাবলীকে খুব সুন্দর লাগছে। আকাশ অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। বাবলী লজ্জায় লাল হয়ে গেল। আকাশ ফিসফিস করে বলল, তুমি অনেক সুন্দর। ভারি সুন্দর, অদ্ভুত সুন্দর। কথাটা শুনে বাবলীর ঠোঁট কেঁপে উঠল। বলল, আমি যাই। আকাশ হাত টেনে ধরে বলল, কিছুটা সময় থাকো। তারপর আকাশের যেন কী হলো। ভুলে গেল সব কিছু। বাবলীকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। অনেক ভালোবাসি। বাবলী আকাশের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইল না। ও চাইল আরও শক্ত করে জড়িয়ে থাকুক। সেই রাতে ওরা দুজন হারিয়ে গিয়েছিল অন্য এক ভুবনে। যেমন করে হারিয়েছে অনেক মানব-মানবী। সেই সুখ আর প্রেমময় রাজ্য থেকে বাবলী আর আকাশ ফিরে এসে দেখল, ওরা দুজন দুজনের কাছে পরাজিত হয়েছে। তারপর অনেকদিন দুজন চোখাচোখি হয়নি I কী করে হবে? কী এক ভারী লজ্জা ওদের চোখ ভার করে রাখছে।
নিশাত ইসলাম, জন্মঃ ১৯৮২, পেশাঃ শিক্ষক, নাট্যকার, সাহিত্যিক ও কলামিস্ট, পুরস্কারঃ চাঁদপুর গ্রুপ থিয়েটার পরিষদের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার-১৯৯৯। সাহিত্যে অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার-২০০৭ প্রদান করে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং। বাংলার সঙ্গীত সংগঠন কতৃক প্রদত্ত সেরা লেখিকা পুরস্কার-২০১৭। ইনডেক্স মিডিয়া স্টার এওয়ার্ডস-২০১৭। প্রকাশিত গ্রন্থঃ কবিতা, গল্প, ভ্রমণ কাহিনি ও উপন্যাস ৩৩টি। উল্লেখযোগ্য গ্রন্থঃ ক্ষমা, ভালোবাসার কাজল, এখনো অনেক রাত, নীরব ভালোবাসা, বিবর্ণ বেলা, ভালোবাসি তাই, নষ্ট মন, ভালোবাসার সাত রং, সূর্যোদয়ের দেশে, মন (১ম ও ২য় খণ্ড), তবুও ভালোবাসি, অন্তরে শুধু তুমি, জয় বাহিনী, ভূত মামা, শুধু ভালোবাসি তোমায়, রানা ভাই এখন রিহ্যাবে, নিতু ও বোমা মফিজ, পালকি।