ফ্ল্যাপে লিখা কথা বৌদ্ধ ধর্ম বিষয়ক প্রবন্ধগুলো বিভিন্ন ছোট পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছোট কলেবরের মধ্যে কিছু তত্ত্ব ও তথ্য পরিবেশিত হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের গভীরে বৌদ্ধ উপাদান রয়েছে অবিচ্ছিহন্নভাবে। ভারতবর্ষ ও প্রাচীন বাংলাদেশের জনমানসের গতি-প্রকৃতির বৈশিষ্ট্য নানাভাবে প্রতিফলিত হয়েছে সমষ্টির ধর্মাচারণ ও বিশ্বাসে। তার অতি ক্ষুদ্র ভগ্নাংশ হয়তো মিলবে এই নিবন্ধগুচ্ছের মধ্যে। ‘হরপ্রসাদ শাস্ত্রী উদীচ্য বৌদ্ধর্ম’ ও ‘সিল্ক রোড ও বৌদ্ধ সংস্কৃতি ‘ প্রবন্ধ দুটির কলেবর দীর্ঘ, বক্তব্য কিছু পরিমাণে গুরুগম্ভীর। ‘শ্বাশত রাত্রির বুকে’ রচনায় সমসময়ের কবিচিত্তের বেদনা বিধৃত হয়েছে। ‘দ্রৌপদীর দ্রোহ’,‘ আন্তিগোনে; দুঃখদহন ও প্রজ্ঞার প্রতিমূর্তি’ ইত্যাদি প্রবন্ধে নারীর মানবীয় সত্তার বহুবর্ণময় রূপ ধরার চেষ্টা করা হয়েছে। ‘পাকাধানের গান: মহাজীবনের চলচ্ছবি’ ‘বাংলাদেশের নারীর সামাজিক অবস্থান’ ‘তন্ত্র : সহজিয়া সাধনের দুরূহ পথ’ প্রবন্ধের বক্তব্য সমস্টিবদ্ধ মানুষের জীবনযাপনের সঙ্গে সম্পৃক্ত। সাহিত্য থেকৈ ইতিহাসের বাস্তবে নারীর অবস্থান কেমন তারও কিছু পরিচয় জানা যাবে। বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে অন্যান্য প্রবন্ধগুলোর মিল একমাত্র এই যে, সবই মানুষের জীবন-সংলগ্ন, মানুষেরই কথা।