‘খোকা থেকে টোকন’ বহুমাত্রিক লেখক নাসিম আনোয়ার এর একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল গ্রন্থ। গ্রন্থটিতে বঙ্গবন্ধু শেখ হাফিজুর রহমান এর সাথে অবিচ্ছেদ্য পারিবারিক সম্পর্ক ও সহচর হিসাবে সারা জীবনের অভিজ্ঞতার পরিচয় পাওয়া যাবে। শেখ হাফিজুর রহমান হচ্ছেন একজন স্বভাবজাত জীবনবাদী লেখক। বিরল প্রজ, নিভৃতচারী লেখকমন লালন করেন শিশুকাল থেকে। বেনামে লেখালেখি শুরু করেন। পরিণত বয়সে অসাম্প্রদায়িকতা, সাম্য, মৈত্রী ও মুক্তির উদারতাকে হৃদয়ে স্থান দেন গভীর প্রেমে। একজন গবেষক অন্যদিকে দেশপ্রেমী কবি হিসাবে সুপরিচিত। এ দেশের অধিকার, স্বাধীকার মুক্তিবুদ্ধি, বিজয় ও স্বাধীনতা ও বঙ্গবন্ধু ও বাংলাদেশে এ অখন্ড সত্তাকে চিারকালেই জাগ্রত ও সচল রেখেছেন। পারিবারিক ভাবে শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধুর পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর সমগ্র জীবনকে নানা মাত্রিকভাবে লেখায় তিনি স্থান দিয়েছেন সত্যনিষ্ঠ ভাবে। বিরল প্রজ অঙ্গীকারের লেখক শেখ হাফিজুর রহমান। বঙ্গবন্ধুর জীবনকাল, তার নীতি আদর্শ, সংগ্রামী জীবন স্বাধীনতার ঘোষণা ও সোনার বাংলার স্বপ্নচারী, জাতির পিতা স্বীকৃতি ও বিপদগামীর হাতে নিহত হওয়ার ঘটনা প্রবাহ তিনি তার চিন্তা চেতনা ও সৃজনশীল ও মননশীল রচনায় বলতে চেয়েছেন সাহসের সাথে বঙ্গবন্ধুর একজন গবেষক ও গবেষণা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত সার্বক্ষণিক মানুষ হিসাবে তিনি সবসময় সক্রিয়। বঙ্গবন্ধুর ডাক নামÑ খোকা আর শেখ হাফিজুর রহমানের ডাক নামÑ টোকন। বহুমাত্রিক লেখক নাসিম আনোয়ার এ দুই সত্তার মধ্যে একাত্মতাকে আবিষ্কারের চেষ্টা করেছেন একজন গবেষক ও সু লেখক হিসেবে। খোকা থেকে টোকন এ গ্রন্থটিতে নাসিম আনোয়ার গ্রন্থটি রচনা করতে গিয়ে বঙ্গবন্ধুর জীবনের বহুমাত্রিক ঘটনা প্রবাহকে পাঠকের সময়োপযোগী করে প্রকাশ করেছেন। গ্রন্থটিতে শেখ হাফিজুর রহমানের জীবনের সাহিত্য কর্ম ও রাজনীতি ও গবেষণার প্রকৃত পরিচয় খুঁজে পাওয়া যাবে। “খোকা থেকে টোকন” গ্রন্থটি অনুসন্ধানী ও প্রকৃত পাঠকের সংগ্রহে রাখার মতো গ্রন্থ।