: হ্যালো আঙ্কেল।br পেছন ঘুরে দেখি, গাধাটা চ্যাঁচাচ্ছে। আজব একটা জিনিস!br : হ্যালো আঙ্কেল ড্রাইভার। (ড্রাইভার ঘুরে তাকালো)br : প্লিজ এসি অন। হট ফিলিং। সান আপ...br শীতের কাপড় পরে বের হয়েছি। সবারই গরম একটু লাগছে একথা সত্য। কিন্তু এত চমৎকার ইংরেজি! বাহ! বাহ! ড্রাইভার ভদ্রলোক এসি হালকা করে অন করে দিলেন।br : আঙ্কেল গ্লাস আপ। এসি-অল আউট।br আল্লাহ রহম করো। এটা কি ক্লাস ফাইভও পাস করেনি? বেচারা ড্রাইভার গ্লাস তুলে দিলো।br : অই এমনে তাকাও ক্যান? যা কইসি বুঝলেই তো হইলো।br আমি কিছু না বলে সোজা তাকালাম। পাগলের সাথে কথা বলে কী লাভ? আমাদের জার্নি যখন শেষ হলো তখন প্রায় সন্ধ্যা হয় হয়। সময় যদিও তখন বিকেল চারটার মতো। ড্রাইভার মনে হয় একটু এক্সট্রা ভাড়া দাবি করছিল। বাস থেকে নেমে চারপাশটা দেখছি। তখন হোটেলে ঢুকবার আগে আবার সেই মধুর ইংরেজিতে হাত নেড়ে সেই ভাবের সাথে রাশেদ বলছে : উই-নো মানি। ইউ হোয়াট ওয়ান্ট? উই বেগ? নো। ইউ বেগ!br কী এটা? এমন কেন? সত্যি আমি মুগ্ধ। এত চমৎকার ইংরেজি আমি কেন, আমার চৌদ্দগুষ্টি বলতে পারবে না। কী লাভ হচ্ছে নিশি ইংরেজিতে পড়ে? আচ্ছা রুদ্র এই ইংরেজি শুনলে কী করতো? মাথা ঘুরে পাহাড় থেকে উল্টে পড়তো না?
শম্পা হাসনাইন। জন্ম এবং বেড়ে ওঠা সাংস্কৃতিক ঐতিহ্যের শহর, শিক্ষানগরী ময়মনসিংহে। কৈশোর কেটেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কঠিন নিয়ম-কানুনের মধ্য দিয়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর তিনি ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে ‘মাটির পিঞ্জিরা’ চলচ্চিত্রের মাধ্যমে শম্পার অভিনয় জীবনের শুরু। অভিনয় জীবনে বাংলাদেশ-ভারত মিলে আটটি চলচ্চিত্র তাঁর এ পর্যন্ত মুক্তি পেয়েছে। ২০১২ সাল থেকে টানা নাটকেও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক, ২৫০ পর্বের ধারাবাহিক ‘বড় বাড়ির ছোট বউ’, যার নাম ভূমিকায় অভিনয় করে শম্পা দর্শক পরিচিতি পান। শম্পা হাসনাইনের লেখালেখির হাতেখড়ি তাঁর মায়ের কাছে। ক্যাডেট কলেজ জীবনে দেয়াল পত্রিকায় নিয়মিত লিখতেন। কলেজ জীবনে লেখালেখির জন্য বরাবরই পুরস্কৃত হতেন তিনি। অভিনয় জীবনের ব্যস্ততায় অনেকদিন লেখায় সময় দিতে পারেননি শম্পা। লেখিকা শম্পা হাসনাইনের উপন্যাস ‘চা খাবে মীরু!’ এবং ‘অ-লক্ষ্মী’ একুশের বইমেলা ২০২০ এ প্রথম প্রকাশিত হয়েছে। ‘দ্বিচারক’ শম্পা হাসনাইনের লেখা তৃতীয় উপন্যাস। আশা করা যায়, পাঠকের উৎসাহ ও অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে নিয়মিত লিখবেন তিনি। --