জীবনসঙ্গী কে নিয়ে স্বপ্ন তো এমন হওয়া উচিত। যে আপনাকে আরো বেশি আল্লাহর নৈকট্য অর্জনের তাগিদ দিবে।জীবনসঙ্গী টা এমন হওয়ার জন্য হৃদয় ব্যকুল হওয়া চাই।যে বাড়ি ফিরে আসার সময় চকলেট আর ফুল নয়।বাসায় এসে তসবিহ টা হাতে ধরিয়ে দিয়ে বলবে জান্নাতে বেশি বেশি ধনভাণ্ডার তৈরি কর। দুপুরে কল দিয়ে আপনার খাবারের কথা জিজ্ঞাসা থেকেও আপনি সালাত আউয়াল ওয়াক্তে আদায় করেছেন কি না সেটা জানতে চাইবে।আপনি কখনো অভিমান করে বসে থাকলে সে আপনার জন্য গহনা, ড্রেস, আইসক্রিম এইসবের আয়োজন না করে আপনার প্রিয় আর রহমান সূরাটি তিলাওয়াত শুরু করে দিবে। আপনার বাহিক্য সৌন্দর্য থেকেও আপনার ঈমানের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কি না সেটা খুঁজবে। আপনার সাথে বৃষ্টি বিলাস, চন্দ্র বিলাস, গোধূলি বিলাস থেকেও সে বেশি প্রশান্তি লাভ করবে আপনার কুরআন তিলাওয়াতে। অবসর সময় গুলো তে তসবিহ হাতে দিয়ে বলবে আল্লাহর স্মরণ বাড়িয়ে দিন!আপনার নফল আমল গুলো হেরফের হতে দেখলে আপনাকে তাগিদ দিবে আমল বৃদ্ধির। জীবনে সেই মানুষটি আমাদের বেশি প্রয়োজন, যে আল্লাহর প্রিয় হতে সাহায্য করবে।কারণ যে আল্লাহর প্রিয় হতে সাহায্য করবে সেই প্রকৃত উত্তম আখলাকের অধিকারী!