রাস্কিন বন্ড - নামটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছোটোবেলা থেকে বড়োবেলা। তাঁর গল্প মানেই ওক, ম্যাপল, দেবদারু, রডোডেনড্রনের বনে ঘুরতে ঘুরতে পৌঁছে যাওয়া উজ্জ্বল নীল ম্যাগপি পাখিদের দলে। বনের পথে রোদের জাফরি কাটা নকশা। সেই নকশায় লুকিয়ে আছে মানবজীবনের গূঢ়তম রহস্য। প্রেম, বিরহ, বন্ধুত্ব কিংবা পরিবর্তনশীল সম্পর্কের সমীকরণ থেকে মানব মনের গহীন অন্ধকারে যাত্রা করেছে তাঁর কলম, যেখানে শোনা যায় শেয়ালের অপার্থিব হুক্কা-হুয়া ডাক কিংবা বার্কিং ডিয়ারের আর্ত চিৎকার, যেখানে মৃত্যুর ক্যানভাসে আঁকা থাকে জীবনের ছবি। তাঁর অভূতপূর্ব গদ্যশৈলী ও শব্দের মধুরতম বিন্যাসের মধ্য দিয়েই আমরা দেখেছি ব্যক্তিমানসের বিভিন্ন বর্ণবিভঙ্গ এবং প্রকৃতির সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের অভিব্যক্তি। পাহাড়ের গায়ে ফুটে থাকা নীল জেন্টিয়াম আর বেগুনি রঙের কলম্বাইন থেকে সমতলের আধুনিক সভ্যতার ক্যাকোফনি, অবলীলায় ঘোরাফেরা করেছে তাঁর কলম, নিত্যনৈমিত্তিক জীবনের অলিগলিতে স্বছন্দে হেঁটে গেছে তাঁর সৃষ্ট চরিত্ররা, আচমকা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে পাঠকদের, মিহি বৃষ্টিগুঁড়োর ছোঁয়ায় অজান্তেই জাগিয়ে তুলেছে প্রতিবাদী চেতনা।