১৪২৯ সাল। ফ্রান্সের মাটিতে পতপত করে উড়ছে ইংল্যান্ডের বিজয়পতাকা। যুবরাজ চার্লস আর তার অনুসারীরে অনেকটা অবরুদ্ধ হয়ে আছেন তাদের ছোট্ট এলাকায়। br অর্লিয়েন্স শহর চার্লসের সমর্থকদের শক্ত ঘাঁটি। এর দখল নিতে পারলে ফরাসী প্রতিরোধের শেষ অবলম্বন মিশিয়ে দেয়া যাবে ধুলোয়।এজন্য অর্লিয়েন্সের চারদিকে অবস্থান নিয়েছে ইংল্যান্ডের সেনারা।অনেকদিন বীরের মতো প্রতিরোধ চালিয়ে গেলেও অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে শহরবাসী। ৩০ এপ্রিল, ১৪২৯ সাল। br অর্লিয়েন্সের বাইরে দেখা দিলো চার্লসের পাঠানো সাহায্যকারী বাহিনী। তাদের পুরোভাগে ঘোড়ায় সমাসীন আপাদমস্তক বর্মাচ্ছাদিত এক কিশোরী। ছোট্ট এক কুঠার আর সাদা পতাকায় লিলি ফুলের ছবি আঁকা ঝাণ্ডা হাতে সেই কিশোরীর আগমনের সাথে সাথেই শুরু হলো শতবর্ষের যুদ্ধের চতুর্থ পর্যায়। জয়ের পাল্লা ধীরে ধীরে কিন্তু চূড়ান্তভাবে হেলে পড়লো ফরাসীদের দিকে। ১৪২৯ সাল। ফ্রান্সের মাটিতে পতপত করে উড়ছে ইংল্যান্ডের বিজয়পতাকা। যুবরাজ চার্লস আর তার অনুসারীরে অনেকটা অবরুদ্ধ হয়ে আছেন তাদের ছোট্ট এলাকায়। br অর্লিয়েন্স শহর চার্লসের সমর্থকদের শক্ত ঘাঁটি। এর দখল নিতে পারলে ফরাসী প্রতিরোধের শেষ অবলম্বন মিশিয়ে দেয়া যাবে ধুলোয়।এজন্য অর্লিয়েন্সের চারদিকে অবস্থান নিয়েছে ইংল্যান্ডের সেনারা।অনেকদিন বীরের মতো প্রতিরোধ চালিয়ে গেলেও অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে শহরবাসী। ৩০ এপ্রিল, ১৪২৯ সাল। br অর্লিয়েন্সের বাইরে দেখা দিলো চার্লসের পাঠানো সাহায্যকারী বাহিনী। তাদের পুরোভাগে ঘোড়ায় সমাসীন আপাদমস্তক বর্মাচ্ছাদিত এক কিশোরী। ছোট্ট এক কুঠার আর সাদা পতাকায় লিলি ফুলের ছবি আঁকা ঝাণ্ডা হাতে সেই কিশোরীর আগমনের সাথে সাথেই শুরু হলো শতবর্ষের যুদ্ধের চতুর্থ পর্যায়। জয়ের পাল্লা ধীরে ধীরে কিন্তু চূড়ান্তভাবে হেলে পড়লো ফরাসীদের দিকে।
Title
দ্য হান্ড্রেড ইয়ার্স ওয়ার: শতবর্ষব্যাপী যুদ্ধের অবসান