বঙ্গবন্ধুর বহুমাত্রিক ভাবনাবিশ্ব বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচিত সাধারণ জীবন-বিবরণের কোনো সংকলন নয়। বরং তাঁর ভাবনাবিশে^র অজানা-অচেনা দিকগুলোকে তুলে ধরা এবং তার বিশ্লেষণই এখানে গুরুত্ব পেয়েছে। সমাজ-রাজনীতি-রাষ্ট্র বিষয়ে বঙ্গবন্ধুর চিন্তার কয়েকটি দিক নিয়ে সবিস্তার ব্যাখ্যা-বিবেচনা এ বইয়ে মিলবে। রাষ্ট্রপ্রতিষ্ঠার সংগ্রামপর্বে এবং স্বাধীনতার পর রাষ্ট্রবিনির্মাণের জন্য তিনি বহু বিষয় নিয়ে ভেবেছিলেন, বহু ভাবনাকে বাস্তব করে তুলতে চেয়েছিলেন। তাঁর ব্যক্তিগত চিন্তা ও রাষ্ট্রদর্শনের প্রতিফলন তাই দেখা যায় সে সময়ের বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্তে, নীতিনির্ধারণে। সে রকম এগারোটি প্রসঙ্গ নিয়েই লিখেছেন এগারোজন কৃতী গবেষক। তাঁরা বিদ্যায়তনিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মান্যসূত্র ঘেঁটে বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শনের দিকে ফিরে তাকিয়েছেন, প্রয়োজনে পুনর্বিচার-পুনর্বিবেচনা করতেও পিছপা হননি। বইটিতে বাংলাদেশের সংবিধানকে ঘিরে বঙ্গবন্ধুর চিন্তা ও পরিকল্পনার পূর্বাপর বিশ্লেষণ যেমন আছে; তেমনি আছে তাঁর কৃষি সংস্কারের ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি, বাকশাল গঠনের বৈপ্লবিক উদ্যোগ, সমন্বয়বাদী পররাষ্ট্রনীতি ও শিক্ষাসংক্রান্ত দূরদর্শী ভাবনা নিয়ে আলোকপাত। চারটি আলাদা আলাদা প্রবন্ধে আলোচিত হয়েছে বঙ্গবন্ধুর সাহিত্যবোধ, লেখকসত্তা, সংস্কৃতিপ্রিয়তা এবং চারুশিল্পের প্রতি তাঁর অনুরাগ। বঙ্গবন্ধু রাষ্ট্রগঠনের ক্ষেত্রে বিজ্ঞান ও বিজ্ঞানীদের কোন ভ‚মিকায় দেখতে চেয়েছিলেন তা নিয়ে রয়েছে একটি দীর্ঘ অভিনব প্রবন্ধ। তাঁর যোগাযোগদর্শনকে আধুনিক গণযোগাযোগতত্তে¡র আলোকে ব্যাখ্যা করা হয়েছে আরেকটি লেখায়।
আবুল কাশেম আবুল কাশেম জন্ম ১৯৬০ সালে, বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নয়াগোলায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সেখান থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে এমএ পাস করেন ১৯৮২ সালে। ১৯৯২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন অধ্যাপক ড. অমলেন্দু দে-র অধীনে, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস প্রশাসন) নিয়োজিত ছিলেন অল্প কিছু সময়ের জন্য (১৯৮৬)। সিভিল সার্ভিস ছেড়ে প্রভাষক হিসেবে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ওই বিভাগের সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন। গবেষণার মূল ক্ষেত্র, বাংলাদেশের ছাত্র আন্দোলন ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ তাঁর পঠন-পাঠনের বিষয়। সম্পাদিত গ্রন্থ : বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও আওয়ামী লীগ : ঐতিহাসিক দলিল (২০০১)।