বাংলাদেশের স্বাধীনতা মাত্র নয় মাসের মুক্তিযুদ্ধের কারণেই অর্জিত হয়েছে, এমনটি তো নয়। এর নেপথ্যে কাজ করেছিল পাকিস্তানি শাসনযন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ তেইশ বছর ধরে চলা মুক্তিসংগ্রামের নানা তৎপরতা। বাংলাদেশের সেই মুক্তিসংগ্রামের পরম্পরাই নানা দিক থেকে এই বইয়ে আলোচিত। পাকিস্তান রাষ্ট্রের নানা বিকৃতির কারণে স্বপ্নভঙ্গের মুখোমুখি পূর্ববঙ্গের মানুষের মধ্যে ধীরে ধীরে জন্ম নেওয়া মুক্তির আকাক্সক্ষার অবয়ব ঠিক কেমন ছিল, আর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফার লড়াইয়ের ভেতর দিয়ে কিভাবেই বা মুক্তিসংগ্রাম চূড়ান্ত পরিণতিতে পৌঁছল-প্রথম ভাগে অন্তর্ভুক্ত দুটি প্রবন্ধে তা তুলে আনা হয়েছে। আবার মুক্তিসংগ্রামকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। বইয়ের দ্বিতীয় ভাগে দুটি স্বতন্ত্র প্রবন্ধে উঠে এসেছে আওয়ামী লীগের দলীয় আদর্শ ও তৎপরতার মারফত উদারপন্থি বাংলাদেশ রাষ্ট্রের ধারণা গড়ে ওঠার ইতিকথা এবং জনমুখী রাজনৈতিক দল হিসেবে এর ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের সাহসী সিদ্ধান্তের পূর্বাপর। আর তৃতীয় ভাগে রয়েছে মুক্তিসংগ্রামের নানা পর্যায়ে সূত্রধরের ভূমিকা পালন করা রোমাঞ্চকর ছাত্র সংগ্রামের তথ্যভিত্তিক বিবরণ-বিশ্লেষণ। পঞ্চাশের দশকে পূর্ববাংলায় ছাত্র আন্দোলনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি নড়বড়ে হয়ে যাওয়ার খুঁটিনাটি আর বাষট্টির শিক্ষা আন্দোলনের গতিপ্রকৃতি ও বিস্তার এই অংশে থাকা দুটি প্রবন্ধের উপজীব্য। বাংলাদেশের স্বাধীনতা লাভের পেছনে যে বিরাট-ব্যাপক প্রেক্ষাপট ও দীর্ঘ ঘটনাবহুল প্রস্তুতিপর্ব ছিল, তার স্বরূপ জানতে বইটি অবশ্যপাঠ্য।
আবুল কাশেম আবুল কাশেম জন্ম ১৯৬০ সালে, বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নয়াগোলায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সেখান থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে এমএ পাস করেন ১৯৮২ সালে। ১৯৯২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন অধ্যাপক ড. অমলেন্দু দে-র অধীনে, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস প্রশাসন) নিয়োজিত ছিলেন অল্প কিছু সময়ের জন্য (১৯৮৬)। সিভিল সার্ভিস ছেড়ে প্রভাষক হিসেবে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ওই বিভাগের সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন। গবেষণার মূল ক্ষেত্র, বাংলাদেশের ছাত্র আন্দোলন ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ তাঁর পঠন-পাঠনের বিষয়। সম্পাদিত গ্রন্থ : বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও আওয়ামী লীগ : ঐতিহাসিক দলিল (২০০১)।