তুহিন রহমানকে মূলতঃ ঔপন্যাসিক বলা যায় কেননা তার লেখা বেশীরভাগই উপন্যাস। এই বইটি তার প্রকাশিত ১০৮ তম বই যেটি উপন্যাস নয় বরং গল্প। সংকলন ধাচের। তুহিন রহমানকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করা যায় না। তিনি সব ধরনের উপন্যাসই লিখেছেন। রােমান্টিক উপন্যাস থেকে শুরু করে কিশাের উপন্যাস, রূপকথা, ভৌতিক, থ্রিলার, ডিটেকটিভ, স্পাই সব বিষয়ে তার ছিল অবাধ বিচরন। তার লেখা বই সবসময়ই বিক্রয়ের উচ্চতম অবস্থান ধরে রাখে। তুহিন রহমান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আর্কিটেক্ট ও মা ছিলেন গৃহিনী। ছােটবেলা থেকেই বড়খালার কাছে রূপকথার গল্প শুনতে শুনতে লেখালেখির প্রতি ভালােবাসা জন্মায়। বিভিন্ন পত্রিকায় ছােট গল্প লিখতে লিখতে চলে আসেন উপন্যাস প্রকাশনার দ্বারপ্রান্তে। ছদ্মনামে ও স্বনামে প্রকাশিত তার উপন্যাসগুলির মধ্যে সর্বোচ্চ বিক্রিত ছিল ফেরারী সৌরভ’, ‘বিষন্ন সৌরভ,' ‘তুমি আমারই’, ‘পসি', ‘বিদায় মােনালিসা,' ‘বসন্তমালতী’, ‘মাইলাভ, ‘ডালিং, ‘বুড়াের কফিন,' ‘আগমন রহম্যময় (অভি সিরিজ ১), ‘মৃত্যু সংকেত (অভি সিরিজ ২), বাঁচাও (অভি সিরিজ ৩), ‘নকলদেবী (অভি সিরিজ ৪) ‘বাঘা মামার হিমালয় অভিযান', ‘অনন্ত অপ্সরা, ‘তুমি’, ‘স্বপ্ননীল বাসর, ‘নীলা,' ‘হৃদয়দেবী, ‘স্বজনী,' ত্রিমাত্রিক পৃথিবী ছাড়িয়ে’, ‘শরু দ্যা গ্রেট গ্রীন গ্রাসহপার, টিআরস থিওরি অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমেরিকা থেকে প্রকাশিত,‘দ্যা আনপারমিটেড, ধুসর দিগন্তে একা, ‘অনন্যা তুমি' ইত্যাদি। এছাড়াও তার বিষয়ভিত্তিক আরও প্রায় ৪৪টি বই রয়েছে। প্রথম দিকে তার স্ত্রী তার লেখা সব বইগুলােই কম্পােজ করতেন এবং স্ত্রীর অনুপ্রেরণাতেই তিনি বই প্রকাশনায় আরও মনােযােগী হন। তুহিন রহমান ঢাকার স্থায়ী বাসিন্দা ও ২ সন্তানের জনক।