‘আল মাহমুদ ৬০ সাক্ষাৎকার' প্রকাশ বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই গ্রন্থটির গুরুত্ব এই কারণে যে, এর মধ্য দিয়ে কবির ব্যক্তিগত জীবনের কিছু ঘটনাবলী সরাসরি তাঁর মুখ থেকে জানার সুযোগ ঘটে। আর কিছু উল্লেখযোগ্য রচনার পটভূমি ও ব্যাখ্যা পাওয়া যায়। লেখকের কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ যেমন তাঁর চিন্তার অন্তর্নিহিত নির্যাসকে কখনো রূপকের বা প্রতীকের মাধ্যমে আবার কখনো রহস্যাকারে প্রকাশ করে থাকে। তেমনই সাক্ষাৎকারের মধ্যে তাঁর ধারাবাহিক পরিবর্তন-বিবর্তন-রূপান্তরের বিষয়টি ধরা পড়ে। লেখককে এর মধ্য দিয়ে সরাসরি জানার ও বুঝার সুযোগ ঘটে। কবি আল মাহমুদের মৃত্যুর সময় খুব বেশিদিন অতিক্রান্ত হয়নি। ইতোমধ্যে তাঁকে কেন্দ্র করে সাহিত্যজগতে বেশ একটা আলোড়ন উঠতে দেখা যায়। এই সময়টিতে কবিকে সমগ্র আকারে লিপিবদ্ধ করে রাখা প্রয়োজন বিশেষভাবে অনুভূত হতে থাকে। তারই অংশ হিসেবে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সাক্ষাৎকারগুলিও একত্রিত করার এই প্রচেষ্টা। প্রসঙ্গত, কবি আল মাহমুদই সম্ভবত একমাত্র বাংলাভাষি লেখক- যিনি চার দশকজুড়ে সর্বাধিক সংখ্যক সাক্ষাৎকার প্রদান করেন। এই গ্রন্থে সংকলিত সাক্ষাৎকারগুলি তাঁর সাক্ষাৎকার গ্রহণের সময়কাল অনুযায়ী সজ্জিত করা হয়েছে। ফলে সময়ের প্রেক্ষিতে কবির জ্ঞান, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের বিষয়টি উপলব্ধি করা সহজ হয়।