সম্পূর্ণ ভিন্ন পটভূমিতে রচিত উপন্যাস ধূসর-স্বপ্নের সাসান্দ্রা। আফ্রিকার বনভূমি, উপজাতীয়দের জটিল আবার সারল্যভরা জীবনের ছোঁয়া আছে এই রচনায়। ত্রিমুখী টানাপড়েনের আবর্তিত হয়েছে উপন্যাসটি। আফ্রিকায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত থাকাকালীন লেখকের অভিজ্ঞতার ফসল এই উপন্যাস। সেখানকার জীবনাচরণ ও সংস্কৃতি বিচিত্রমুখী ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল, এই উপন্যাসে তা ধরা আছে।
মুক্তিযুদ্ধ বাঙালির অসম সাহস ও বীরত্বের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি বাঙালির হৃদয়ে জেগে থাকে মুক্তিযুদ্ধ। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধকালে দেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল পৃথিবীর ইতিহাসে তার নজির নেই। সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র গ্রন্থে স্বাধীনতাবিরোধী শত্রুদের চিহ্নিত করেছেন অপূর্ব শর্মা। তিনি ১৯৭১ সালে সিলেটে যুদ্ধাপরাধীদের শনাক্ত করেছেন দীর্ঘ পরিশ্রমে। সেইসঙ্গে গণহত্যা ও পাকিস্তানিদের ভূমিকা বিশেস্নষণ করেছেন প্রাসঙ্গিক দলিলপত্রসহ। গবেষকের দৃষ্টি নিয়ে তিনি এ-কাজটি করেছেন।
নবীন প্রজন্ম এই গ্রন্থটি পাঠে লাভবান হবেন।তাঁকে অভিনন্দন জানাই। টোকন ঠাকুরকবির জনম : ১ ডিসেম্বর ১৯৭২ পেশা : সিনেমা বানানো প্রকাশক : বিভাস টোকন ঠাকুরের কবিতার মর্মে প্রবেশ করলে এক রহস্যময়তা ও রোমান্টিক বেদনার আভাস পাওয়া যায়। এর সঙ্গে মিশ্রিত হয়েছে জীবনবোধের এক দুঃখতাপ। সেইসঙ্গে বিপন্নতার এবং সময়েরও ছবি হয়ে উঠেছে তাঁর কবিতার বই, তা ভাষায় প্রকাশ করা যায় না। কবির জীবন এক বেদনার জীবন। যেখানে কখনো তিনি মূক ও বধির। সেজন্য তাঁর উচ্চারণ মৃদু ও সান্দ্র ।
জীবনের অপ্রকাশের ও প্রকাশের বেদনা অনুষঙ্গী হয়ে ওঠে তাঁর কাব্যগ্রন্থ সময়েরও দর্পণ হয়ে ওঠে। তাঁর কবিতার ভিন্ন মেজাজ ও সুর আমাদের চেতনার দিগন্তকে প্রসারিত করে। কবির এই নির্মাণ ও সৃষ্টি আধুনিক বাংলা কবিতার অভিযাত্রায় সাধনা ও সিদ্ধিতে এক পথ নির্মাণ করবে। আর এই পুরস্কারপ্রাপ্তি কবিকে প্রেরণা জোগাবে, এই আশা করি। কবিকে অভিনন্দন।
Title
সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১০)
কবি, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার জন্ম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার হরিনাকান্দি গ্রামে। কবিতার মাধ্যমেই লেখালেখিতে হাতেখড়ি। সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিলেও ২০০৬ সাল থেকে মুক্তিযুদ্ধ নিয়ে শুরু করেন গবেষণা। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় তার প্রথম গবেষণাগ্রন্থ ‘অনন্য মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি’প্রকাশিত হয়। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ১৪ টি। এরমধ্য চারটি গ্রন্থ অনুবাদ হয়েছে ইংরেজি ভাষায়। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ১৮টি গ্রন্থ। কর্মের স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে ‘সিলেটের যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র’গ্রন্থের জন্য ২০১০ সালের এইচএসবিসি কালি ও কলম পুরস্কার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে ২০১৩ সালে লাভ করেন বজলুর রহমান স্মৃতিপদক। ২০১৮ সালে গবেষণা কর্মের জন্য পেয়েছেন লীলানাগ স্মৃতিপদক। বাংলাদেশের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সম্পাদনা করছেন সাহিত্যপত্রিকা অভিমত। এছাড়াও মুক্তযুদ্ধ বিষয়ক অনলাইন পোর্টাল মুক্তিযুদ্ধ ডটকমের সম্পাদক তিনি।