প্রথম কবিতাগ্রন্থ উদ্বাস্তু সিরিজ-এ কবি সন্ধান করে ফিরেছেন গৃহী-মানুষের অন্তর্গত আজন্ম-উন্মুল-শরণার্থী সত্তা। মিতায়তন পঙ্ক্তি-কাঠামোয় এই কবি বয়ন করে চলেন বহু ব্যাপ্ত অনুভবের তন্তু। ব্যক্তি-মানুষের নিঃসঙ্গ খুপরি থেকে শুরু করে ডুবে যাওয়া সূর্যের মহাবৈশ্বিক পটে নিরন্তর বিচরণ সিজনের। তার এই উদ্বাস্তু-অন্বেষা মোটেও সরলমাত্রিক নয়; এই সিরিজে পাঠক পাবেন কবির দ্বান্দ্বিক দৃষ্টিপাতের শৈল্পিক প্রক্ষেপণ । তিনি মৃত্যুখেলা দেখার জন্য জীবনের রঙ্গমঞ্চে আহ্বান করেন উদ্বাস্তু-পৃথিবীর পাঠককে । কারণ কবি দেখে চলেছেন প্রতারক সব ভোজবাজির আড়ালে অমাবস্যার সৌন্দর্যতত্ত্বের ভয়ঙ্কর বিস্তার। এমন সমকালদর্শী নিগুঢ় উচ্চারণে সিজন আমাদের অনায়াসে একাত্ম করে তোলেন। প্রকৃতি আসে সিজনের কবিতায়; তবে বহিরঙ্গের প্রসাধন হিসেবে নয় বরং উদ্বাস্তুতার অনিবার উপচার হয়ে বস্তু-প্রাণিজগত ও নিসর্গ অভূত মেলবন্ধনে এই কবিতাসিরিজে লাভ করে নিরুপম ভাস্বরতা। অতঃপর বাঘের হুংকারে যখন ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে সমূহ মানবসত্তা তখন আমাদের অনিবার্য নিবিষ্টতা দাবি করে কবি সিজন নাহিয়ানের উদ্বাস্তু সিরিজ-এর প্রতিটি প্রাণময় পৃষ্ঠা। পাঠক, আপনাকে স্বাগত । পিয়াস মজিদ