বঙ্গবন্ধু ছাত্রাবস্থায় যখন জাতীয় নেতাদের সংস্পর্শে এসে দেশের কথা, জাতির কথা ভাবতে শুরু করেন তখনই সিলেটের সাথে তাঁর সম্পর্ক স্থাপিত হয় । ঔপনিবেশিক শাসনের কবল থেকে জাতীয় মুক্তির শেষ অধ্যায় ধর্মীয় অনুভূতির আলোকে হিন্দু-মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে বাংলার বিভক্তি প্রক্রিয়া শুরু হয়। সেসময় বৃহৎ বাংলার অবিচ্ছেদ্য অংশ আসামের শ্রীহট্ট জেলার ভাগ্য গণভোটের ওপর ছেড়ে দেওয়া হয়। সিলেটের ভাগ্য নির্ধারণী সেই গণভোটে অবিস্মরণীয় অবদান রাখেন বঙ্গবন্ধু। সাতচল্লিশে বঙ্গবন্ধুর সেই সিলেট উদ্ধারের প্রেক্ষাপট এই গ্রন্থে আলোচিত হয়েছে। ইতিহাসের অমোঘ বিধানেই তাঁর সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও স্থানের যোগসূত্র অনুসন্ধান অনিবার্য হয়ে উঠেছে। সে দৃষ্টিকোণ থেকেই বঙ্গবন্ধুর সাথে বৃহত্তর সিলেট এবং সিলেটের সাথে বঙ্গবন্ধুর সম্পর্কের বিষয় আলোচনার দাবি রাখে। সেই দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু ও সিলেট গ্রন্থে মোট ছয়টি অধ্যায়ে আলোচিত হয়েছ সিলেটে বঙ্গবন্ধু : বিভাগপূর্ব কাল; সিলেটে বঙ্গবন্ধু : পাকিস্তান আমল; সিলেটে বঙ্গবন্ধু : স্বাধীন বাংলাদেশ; সিলেটের উন্নয়নে বঙ্গবন্ধুর ভূমিকা: সিলেটের রাজনীতি : বঙ্গবন্ধুর প্রভাব ও তাঁর সহচর প্রবাসে স্বদেশী রাজনীতি চর্চায় বঙ্গবন্ধু ও সিলেটি সমাজ।