বন্ধু ও বন্ধুত্ব মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধু তোমার জন্য কাব্যগ্রন্থের অন্যতম উপজীব্য হচ্ছে বন্ধুত্ব। এতে বন্ধুত্বের সংজ্ঞা ও গুরুত্বের কথা যেমন প্রকাশিত হয়েছে, তেমনি শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন আর বার্ধক্যে গড়ে ওঠা আর ভেঙে যাওয়া বন্ধুত্ব নিয়েও হৃদয় সঞ্চারিত অনুভূতি ব্যক্ত হয়েছে। বন্ধুদের সাথে নিত্যদিনের আলাপ, সংলাপ, মতবিরোধ ও বিবাদ যেমন এ গ্রন্থে বিধৃত হয়েছে, তেমনি কিছু বন্ধুর সংস্পর্শে যুক্তিহীন, অপ্রয়োজনীয় প্রলাপ ও অপলাপও মূর্ত হয়ে উঠেছে। এখানে বিশেষ করে স্থান পেয়েছে হারিয়ে যাওয়া বন্ধুদের নিয়ে বিলাপ এবং দৈনদিন জীবনের হার্দিক উপলব্ধি। কিছু কবিতায় বন্ধুদের ব্যর্থতায় যেমন হতাশার কথা আছে, তেমনি তাদের সাফল্যে আনন্দও সঞ্চারিত হয়েছে। ভালো একজন বন্ধু মানুষের জীবনে শুধু সফলতার ভিত্তিই রচনা করে না, সামাজিক সাম্য ও শৃঙ্খলা সৃষ্টিতে, এমনকি রাষ্ট্রীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঠক এ গ্রন্থ থেকে বন্ধুত্বের সর্বৈব গুরুত্ব অনুধাবন করতে পারবেন। যাঁরা বন্ধু ও বন্ধুত্বকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাঁদের জন্য এ কাব্যগ্রন্থ নস্টালজিয়া হয়ে থাকবে।