'শব্দকথন'এর প্রকাশকের পক্ষ থেকে যখন আমাকে আহ্বান জানানো হলো 'জীবন যেমন' গল্পগ্রন্থের বিষয়ে দু-চার কথা প্রারম্ভিক ভূমিকাস্বরূপ লেখার জন্য, তখন আমার কিছুই জানা ছিলো না এই গ্রন্থটির লেখক রানু হাফিজ সম্পর্কে। অনেকদিন প্রবাসী জীবন যাপনের কারণেই হয়তো এমনটি হয়েছে, দেশের অনেক কিছুই তো জানা হয়ে ওঠে না। পরে অবশ্য তাঁর জীবন- বৃত্তান্ত দৃষ্টিগোচর হওয়ায় জানলাম রানু হাফিজ বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যমে সুবিদিত একটি নাম। লেখালেখির পাশাপাশি নিয়মিতভাবে বাংলাদেশ বেতারে গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনার কাজে যুক্ত আছেন। উত্তরবঙ্গের দিনাজপুরে জন্ম এবং সেখানেই স্কুল ও কলেজ জীবন কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন সম্পন্ন করেছেন। কর্মজীবনের শুরুতে শিক্ষকতায় নিয়োজিত হয়েছিলেন, কিন্তু তা আর স্থায়ীরূপ নিতে পারেনি- স্বামীর সঙ্গে প্রবাসে কাটাতে হয়েছে দীর্ঘদিন, দেশে ফিরে এসে পারিবারিক-সাংসারিক জীবনের ব্যস্ততার পাশাপাশি সাহিত্যচর্চায় মনোযোগী হন, যার শুরুটা হয়েছিলো সেই ষাটের দশকে। তাঁর প্রকাশিত বই বেশ কয়েকটি। তার মধ্যে দু'টি ছোটগল্প গ্রন্থ সহ কবিতার বই ও ভ্রমণকাহিনীও রয়েছে- 'নীল খাম' নামে তাঁর একটি প্রকাশিতব্য উপন্যাসও রয়েছে। যাহোক, বর্তমান গ্রন্থকার রানু হাফিজ সম্পর্কে আমার জানার পরিপূর্ণতা এলো 'জীবন যেমন' গল্পগ্রন্থ পাঠের পর। বুঝতে পারলাম তিনি সমাজ সচেতন এবং মানবপ্রেমিক একজন সৃষ্টিশীল মানুষ, তাঁর ভাবনার জগত বহুমাত্রিক। ত্রিশটি গল্পের সম্ভার এই 'জীবন যেমন'। বইয়ের নামগল্পটি ছাড়া বাকি প্রায় সবগুলিই নাতিদীর্ঘ। ছোট ছোট গল্পই বেশির ভাগ- দুই-তিন বা চার পৃষ্ঠার, বা তার চেয়ে কিছু বেশি, এক-দেড় পৃষ্ঠার গল্পও আছে। পড়তে গিয়ে বনফুল-এর ছোটগল্পের ধারাটা মনে পড়ে। গল্পগুলো পড়ে একটা সাধারণ ছন্দের নাগাল পাওয়া যায়, সে হচ্ছে জীবন-বাস্তবতার ছন্দ।