উদার বলেই কবির জীবনে পার্থিব ও অপার্থিব বিষয়াদি অকাতরে বিলিয়ে দিতে গিয়ে কবি নিজে ভুগছেন এক শূন্যতার কারাকক্ষে। মন সতত চঞ্চল, স্বপ্নে বিভোর। কখনো কখনো ভেঙে যায়। সে স্বপ্নডানা, তবুও কবি স্বপ্ন দেখে নিরন্তন। প্রবাহমান সময়ের কাছে সবকিছুই থিতু হয়ে আসে, সবকিছুই মিথ্যে হয়ে যায়। নতুন- নতুন সত্য এসে প্রচলিত ধারণার ভিত নাড়িয়ে দেয়। কবিতায় কবি এসব স্বাপ্নিক অনূভুতি আর বাস্তব জীবনে ছবি আঁকেন শব্দের তুলিতে। একজন কবি তাঁর সময় ও সমকালের সব উল্লেখযোগ্য ঘটনা শিল্পের ভাষায় প্রকাশ করতে উদগ্রীব। ঠিক পাবলো নেরুদার উক্তি মতো ‘সব বিষয়কেই কবিতা করে তোলো যেন তা সাদা পৃষ্ঠার চেয়ে উৎকৃষ্ট হয়’ কবির কাব্যচিন্তনের বড় জায়গা রাজনীতি সচেতনতা সামাজিক দোলাচল, অসঙ্গতি আর নৈজ্যের বিরুদ্ধে শিল্পীত চিৎকার। কবির কবিতায় সব বিষণœতা কাটিয়ে চিরতারুণ্য প্রাধান্য পেয়েছে। দিনে দিনে সকল নিরীহ মানুষেরা নিবিড়ে তলিয়ে যাচ্ছে নিরাশার অতল বিবরে। কবির নিজের উপলব্ধি আর চিন্তা চেতনায় তা সুস্পষ্ট প্রতীয়মান। কবি রানু হাফিজ বিকল্প ধারার এক অনন্য প্রতিভার অধিকারী। যিনি তাঁর রচনায় তুলে ধরেন সমাজের প্রার্থিব বিষয়গুলো অকাতরে। পাঠক কবিতাগুলোর মাঝে নিজের অনেক সুপ্ত ইচ্ছের প্রতিফলন দেখতে পাবেন বলে আমরা আশাবাদী।