কবি সাজিয়া আফরিন এর প্রথম একক কাব্যগ্রন্থ অনুরাগ। গ্রন্থে মোট ১৪৩ টি কবিতা স্থান পেয়েছে। নামকরণ থেকেই বোঝা যায় কবি হৃদয়ের একান্ত প্রেমাসক্ত অনুভূতির নৈব্যক্তিক প্রকাশ হচ্ছে কাব্যগ্রন্থের মূল সুর। সৃষ্টির আদি থেকেই নর-নারীর অন্তরের যে আবেগাসিক্ত প্রেমানুভূতি নীরবে বয়ে চলে তারই অন্তর্নিহিত তাৎপর্য গ্রন্থের অধিকাংশ কবিতায় বিশেষভাবে লক্ষ্যণীয়। গ্রন্থের কাব্যগুলোর মধ্যে অচেনা, অজান্তে দু’জন, অনুরাগের ছোঁয়া, অন্তরশুদ্ধি, অভিমান কেন? অহমিকা, আবার দু’জনে আরও অনেক কাব্যে সেই চিরন্তন আত্মজ জীবনের অনুভূতি প্রকাশ পেয়েছে। প্রেম-ভালোবাসা, অভিমান-অভিপ্রায়, জীবনের নানান ঘাত প্রতিঘাত, সংসার জীবনের সুখ-দুঃখের অনুভূতি প্রকাশ পেয়েছে এই শ্রেণির কবিতাগুলোতে। শুধু আত্মজ প্রেমানুভূতিই নয়, সমকালীন সমাজ জীবনের নানা টানাপোড়েন, অস্তিত্বের সংকট, সামাজিক ও রাষ্ট্রীয় দোদুল্যমান যুগ পরিবেশ, বিবেকের দংশন আমরা লক্ষ্য করি তাঁর বেশ কিছু কবিতায়। গ্রন্থের অস্তিত্ব, অভাবের সংসার, অভিশপ্ত জীবন, অশনিসংকেত ইত্যাদি কাব্যে আমরা যুগ সচেতনতার পরিচয় পাই। কাব্যগ্রন্থের আরও বেশ কিছু কবিতায় মানুষকে নিয়ে, তার অন্তগুড় রহস্য উন্মোচনের প্রয়াসী হয়েছেন কবি। গ্রন্থের অরবিন্দ, অরুণপ্রভাত, অবিরত অভিনয় প্রভৃতি কবিতায় কবি মানব জীবনের সেই অব্যক্ত অনুভূতির মোড়ক উন্মোচনে প্রয়াস পেয়েছেন। কবির কবিতার একটি বৃহৎ অংশজুড়ে আছে স¦দেশের সৌন্দর্য, দেশপ্রেম, জাতির অস্তিত্ব সংকট এবং মুক্তির আস¦াদ। আমার প্রিয় দেশ, অপরূপ সৌন্দর্য্য, অরুণ প্রভাত ইত্যাদি কাব্যে আমরা কবির স্বদেশী চেতনার স্ফূরণ লক্ষ্য করি। এক কথায় বলতে হয় গ্রন্থটি প্রেম, ভালোবাসা, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, সমকালীন যুগ যন্ত্রণা, স¦দেশ প্রেম, প্রকৃতি প্রেমের এক অপূর্ব সমন্বয় হচ্ছে অনুরাগ কাব্যগ্রন্থটি।