‘ইতিহাসের গতিধারায় আওয়ামী লীগ’ বইটি একটি ঐতিহাসিক দলিল। এ বইতে বাংলাদেশের রাজনীতির ধারাবাহিক বর্ণনা সুস্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস আর আওয়ামী লীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। পাকিস্তানি আমলের প্রথম দিকে ক্ষমতাসীন মুসলিম লীগের স্বৈরাচারী মনোভাব ও পূর্ব বাংলার প্রতি অবহেলার কারণে বিরোধী দল হিসেবে জন্ম নেয় আওয়ামী মুসলিম লীগ। ইতিহাসের ঘাত-প্রতিঘাতের ধারাবাহিকতায় বাঙালির অতীত ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে বর্তমান থেকে সম্ভাবনাময় ভবিষ্যৎকে ছিনিয়ে আনার লক্ষ্যে দলটি প্রতিষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ করে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদান দলটির শ্রেষ্ঠ কীর্তি। জন্মলগ্ন থেকেই জাতীয় মূলধারা আন্দোলনের ভিত্তি ও পথরেখা রচনা করে চলেছে দেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে আজও পর্যন্ত বাঙালি জাতির যা কিছু অর্জন, তার সাথে জড়িয়ে আছে এই দল। আওয়ামী লীগ জাতীয় মূলধারা আন্দোলনে সুদীর্ঘ ৭০ বছর ধরে নেতৃত্বে থেকে ছোট-বড় যুগান্তকারী অর্জন ছিনিয়ে আনলেও এ-দলের সীমাবদ্ধতা- দুর্বলতা-ভুলভ্রান্তি নেই, তা বলা যাবে না। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আজ পর্যন্ত দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে দলটি। ইতিহাসের এই ধারাবাহিকতায় আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত আছে। এক কথায় বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস পরিপূরক।