ব্যর্থরা কেন হাসে’ আনোয়ার বিন এ. খালেকের লেখা একটি ব্যতিক্রমধর্মী উপন্যাস। যার কাহিনী উপাত্ত বাস্তবতার নিরীখে লেখা। এর পটভূমি সামাজিক এবং পারিবারিক। এতে নেই অপসংস্কৃতি বা পথভ্রষ্টতার উপাদান। নেই নগ্ন প্রেমের হাতছানি। নেই যৌন সুড়সুড়ির কোনো ডায়লগ। এতে আছে সংসার রনাঙ্গনে পরকিয়ার অভিশাপ থেকে ঘুমন্ত জাতিকে জাগ্রত করার আহান। আছে পথ চলার নির্দেশনা। একটা পরিবার পরকিয়ার কবলে পড়ে কীভাবে ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছে, লেখক তুলে ধরেছেন তার বাস্তব চিত্র। তুলে ধরেছেন অসামাজিক কর্মে লিপ্ত লক্ষ লক্ষ বনী আদমের ধ্বংসের কাহিনী। একটি পরিবারে যা ঘটেছে লেখনির মাধ্যমে তিনি কলমের খাঁচায় বন্দি করেছেন। বইটিতে আছে জানবার অনেক কিছু, সময়ের মূল্য আর জীবনের মর্যাদা কিসে তার বাস্তব নমুনা। আছে অপসংস্কৃতি পরিবেষ্টিত সমাজ থেকে যুবক-যুবতীদের উত্তোরণের নির্দেশনা। বইটি পাঠ করলে তা বুঝে আসবে। আনোয়ার বিন. এ. খালেক সাহিত্য জগতের এক পরিচিত নাম। নতুন করে তার পরিচয় দেয়ার প্রয়োজন নেই। লেখাই তার পরিচয়। সমাজ নির্মাণে তিনি একজন দরদী লেখক। এজন্য পাঠক মহলে তিনি ব্যাপক সমাদৃত। ইতোপূর্বেও তার কয়েকটি লেখা উপন্যাস যেমন শ্রাবনের মেঘলা রাত, আর কেউ ডাকবেনা, হৃদয় থেকে লেখা, কুয়াশা ঢাকা ভোর, শীতে বসন্তের হাসি। বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ থেকে প্রকাশিত হয়েছে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।