বাংলাদেশের চিড়িয়াখানা। এটি সকলের অত্যন্ত প্রয়োজনীয় তথ্যবহুল একটি নিবন্ধগ্রন্থ। ভ্রমণ, বিনোদন বা গবেষণার জন্য বইটি খুবই সহায়ক হবে বলে মনে করি। চিড়িয়াখানা কী? এর উৎপত্তি ও ইতিহাস, বাংলাদেশের বিভিন্ন চিড়িয়াখানার অবস্থান, পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয়ের সন্নিবেশ রয়েছে বইটিতে। দর্শকদের মনোরঞ্জন বা গবেষণার জন্য আবদ্ধ চিড়িয়াখানাগুলোর পাশাপাশি নানান জীববৈচিত্র্যের আবাসস্থল হিসাবে বাংলাদেশে রয়েছে অনেকগুলো সাফারিপার্ক, অভয়ারণ্য ও জাতীয় উদ্যান। সঙ্গত কারণেই লেখক উক্ত বইটিতে সেগুলোকেও সংযুক্ত করার চেষ্টা করেছেন অত্যন্ত নিখুঁতভাবে। চিড়িয়াখানার অবকাঠামো, প্রাণিসংখ্যা বা অন্যান্য তথ্যগুলোর সংযোজন-বিয়োজন, পরিবর্তন বা পরিবর্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই সবগুলো পরিসংখ্যান সবসময় নাও মিলতে পারে। তবে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি মানুষ বইটি পড়ে মুগ্ধ হবে বলে মনে করি। বইটির প্রতিটি পাতায় পাতায় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ও চিত্রসমূহ। বইটি লেখার ক্ষেত্রে লেখক তার ব্যক্তিগত শ্রম ও মেধার পাশাপাশি বিভিন্ন চিড়িয়াখানা/ সাফারিপার্ক/ অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য মানুষের যেমন সহযোগিতা পেয়েছেন, তেমনি নিয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার সহযোগিতা।