মেহমান শব্দটা শুনলেই মনে হয় টেবিল ভর্তি খাবার সাজিয়ে অপেক্ষায় কেউ। দিলু খন্দকারের নতুন বই ‘ফুটবলের মেহমান’ও তেমন। ফুটবল নিয়ে অনেক কিছু এখানে পাবেন। তার পুরোটা দিলু খন্দকারের জীবনের গল্প অথবা চোখে দেখা নানা ঘটনার বর্ণনা। সেটা ছোটবেলায় টাঙ্গাইলের ছোট্ট মাঠ থেকে স্টেডিয়াম, মামার বাড়ি থেকে শিকাগো, প্যারিস, বার্লিন, জোহানেসবার্গ, সাওপাওলো কিংবা মস্কো, দোহা...সবকিছু। এক একটা অধ্যায় পড়লেই ফিরে যেতে হবে সেই ষাট, সত্তর থেকে আশি-নব্বইয়ের দশকে। বিংশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দীর প্রযুক্তি, গতিময়তাও বাদ যাবে না। বিদেশের স্টেডিয়ামগুলো, বিশ্বকাপের উন্মাদনা, উত্তেজনাগুলো ভেসে উঠবে চোখের সামনে। নিজের ছোটবেলার খেলা থেকে বিশ্বকাপের মঞ্চে গিয়ে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা থাকছে এ বইয়ে। বিশেষ করে এবারের বইয়ের বড় অংশ জুড়ে থাকছে কাতার বিশ্বকাপ। মারাদোনার দেশ আর্জেন্টিনার বিশ্বজয়ের সাক্ষী হয়েছেন। মধ্যপ্রাচ্যের দেশটির গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজন আর এই বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের মিলনমেলার অভিজ্ঞতাগুলো সমৃদ্ধ করেছে বইটিকে। নতুন বই প্রকাশ করাটা নেশায় পরিণত হয়েছে দিলু খন্দকারের। লেখকের ষষ্ঠ বই ‘ফুটবলের মেহমান’। এর আগে বিশ্বকাপ, মারাদোনাকে নিয়েও লিখেছেন। দিলু খন্দকারের ফুটবলের মেহমানখানায় আমন্ত্রণ আপনাকে, আপনাদের। রেজওয়ান উজ জামান