মানুষ কবিতার কাছে আশ্রয় পায়। লুৎফুন নাহারের সহজ এবং আশ্রয় দেয়ার এই কাজটি তার কবিতা'ও খুব পারমঙ্গতার সাথে করতে সক্ষম হয়েছে। কবিতা এমন বিমূর্ত শিল্প মাধ্যম যে কবিতা উপভোগ করতে হলে শ্রোতা/পাঠক কে প্রস্তুত হতে হয় বা শ্রবন এবং পাঠ'ই পাঠককে ধীরে ধীরে প্রস্তুত করে তোলে। লুৎফুন নাহারের কবিতাগুলো'তে শব্দের সুনিয়ন্ত্রিন বিন্যাস এবং পাশাপাশি শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাস প্রকৃত পাঠকের মন'কে সংবেদনশীল করে তোলার মত ক্ষমতাবান। পাঠকের হৃদয়ে তার কবিতার বিমূর্ত শক্তি জ্বেলে দেয় এক আশ্চর্য হীরন্ময় প্রদীপ । বর্তমান সময়ে কবিতায় যেখানে জোর করে অতিরিক্ত মেটাফোর, ভারী, অপ্রচলিত, বিদেশী শব্দ ব্যবহার করে ইচ্ছে করে পাঠকের সামনে কবি তার মুন্সিয়ানা প্রমান করার নেশায় কবিতা'কেই দুর্বোধ্য করে তোলে ঠিক সেই সময় দাঁড়িয়ে লুৎফুন নাহারের কবিতা আমাদের এক সহজ সুন্দর পৃথিবীর কথা বলে যে পৃথিবী'কে ভালোবাসা যায় প্রিয় বন্ধুর মত গভীর দরদে। আশা করি, লুৎফুন নাহারের "বন্ধু আমার " কাব্যগ্রন্থ'টি পাঠকের নিঃসঙ্গতা নির্জনতা, নীরবতা ও নৈঃশব্দের সঙ্গী হয়ে উঠবে আর পাঠক গভীর উপলব্ধি এবং প্রেমময়তার সাথে একে গ্রহন করবে।