'রেখায়ন' নামে বই করার পরিকল্পনার শুরুটা ২০১৬ থেকেই । দিন গড়াতে গড়াতে আমরা এখন ২০২৩ । একটি নাম্বার প্লেট, সাইনবোর্ড, ব্যানারের দোকানের নাম 'রেখায়ন'। তার পাশাপাশি সদ্য স্বাধীন দেশের তরুণদের ভাবনাবিলাস আর প্রথার বাইরে বেরিয়ে নতুন কিছু করার সাহসী পদক্ষেপই ‘রেখায়ন'কে শিল্প সাহিত্যঘেষা প্রতিষ্ঠানে পরিণত করেছিল ।br আড্ডার অংশীদের আড্ডাস্মৃতিকে নিজেদের করে নেয়ার ভাবনা থেকেই এ প্রকাশনাকে মলাটবন্দি করছে। আড্ডার অনেক সঙ্গীর পরামর্শই ‘রেখায়ন’কে তার বিন্যস্ত অবয়বে দাঁড় করিয়েছিল। সব আড্ডাসঙ্গীদের আপন করে রাখার প্রয়াসই 'রেখায়ন' প্রকাশনার অন্যতম কারণ । অনেকের লেখা যথাসময়ে পাওয়া যায়নি বলে এ সংস্করণে সংযুক্ত হয়নি ঠিকই, তবে পরবর্তী সংস্করণে সংযুক্তির সুযোগটি খোলাই রইলো সবার জন্যে। যাঁরা তাঁদের স্মৃতিলেখা লিখছেন, লিখবেন আমাদের কাছে পাঠাতে পারেন, ফেবুতেও পোস্ট করতে পারেন। আপনাদের জন্যেই তো ‘রেখায়ন’ ব্যতিক্রমী হয়ে উঠেছিল। কারো কারো নামও যদি আড্ডাসঙ্গী হিসেবে উল্লেখ না হয়ে থাকে, তা আমাদেরই দুর্বলতা। তাঁরা আমাদের চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দেন তা পরবর্তী সংস্করণের অংশ হবে । এর মাঝে বিশেষ করে করোনাকালে আমরা যাঁদেরকে হারিয়ে ফেলেছি আজ তাঁদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আন্তরিকতার সাথে সবাইকে স্মরণে রাখতে চাই । আপনাদের সকলের সহযোগিতাই আমাদেরকে লক্ষ্য পূরণে সচেষ্ট রাখবে ।br —ফখরুল ইসলাম রচি 'রেখায়ন' নামে বই করার পরিকল্পনার শুরুটা ২০১৬ থেকেই । brদিন গড়াতে গড়াতে আমরা এখন ২০২৩ ।br একটি নাম্বার প্লেট, সাইনবোর্ড, ব্যানারের দোকানের নাম 'রেখায়ন'। তার পাশাপাশি সদ্য স্বাধীন দেশের তরুণদের ভাবনাবিলাস আর প্রথার বাইরে বেরিয়ে নতুন কিছু করার সাহসী পদক্ষেপই ‘রেখায়ন'কে শিল্প সাহিত্যঘেষা প্রতিষ্ঠানে পরিণত করেছিল । আড্ডার অংশীদের আড্ডাস্মৃতিকে নিজেদের করে নেয়ার ভাবনা থেকেই এ প্রকাশনাকে মলাটবন্দি করছে। আড্ডার অনেক সঙ্গীর পরামর্শই ‘রেখায়ন’কে তার বিন্যস্ত অবয়বে দাঁড় করিয়েছিল। সব আড্ডাসঙ্গীদের আপন করে রাখার প্রয়াসই 'রেখায়ন' প্রকাশনার অন্যতম কারণ । অনেকের লেখা যথাসময়ে পাওয়া যায়নি বলে এ সংস্করণে সংযুক্ত হয়নি ঠিকই, তবে পরবর্তী সংস্করণে সংযুক্তির সুযোগটি খোলাই রইলো সবার জন্যে। যাঁরা তাঁদের স্মৃতিলেখা লিখছেন, লিখবেন আমাদের কাছে পাঠাতে পারেন, ফেবুতেও পোস্ট করতে পারেন। আপনাদের জন্যেই তো ‘রেখায়ন’ ব্যতিক্রমী হয়ে উঠেছিল। কারো কারো নামও যদি আড্ডাসঙ্গী হিসেবে উল্লেখ না হয়ে থাকে, তা আমাদেরই দুর্বলতা। তাঁরা আমাদের চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে দেন তা পরবর্তী সংস্করণের অংশ হবে । এর মাঝে বিশেষ করে করোনাকালে আমরা যাঁদেরকে হারিয়ে ফেলেছি আজ তাঁদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আন্তরিকতার সাথে সবাইকে স্মরণে রাখতে চাই । আপনাদের সকলের সহযোগিতাই আমাদেরকে লক্ষ্য পূরণে সচেষ্ট রাখবে। —ফখরুল ইসলাম রচি