অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহাদুর গ্রামে ১৯৫৮ সালের অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম : মো. সামসুল হক, মায়ের নাম শামীমা আক্তার। তার কিশোরকাল কেটেছে গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুর্ভাগ্যবশত তার পৈতৃক বাসস্থান পদ্মাদীতে বিলীন হয়। পরবর্তীতে তার বাবা পরিবারের সবাইকে নিয়ে জেলা শহর রাজবাড়ীতে বসবাস শুরু করেন। তিনি রাজবাড়ী গভঃ হাইস্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি পাস করেন এবং রাজবাড়ী কলেজ থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। তিনি ১৯৭৮ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হন। এমবিবিএস পাস করে তিনি কয়েকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (তৎকালীন আইপিজিএমআর) থেকে বায়োকেমিস্ট্রিতে এমফিল করেন। এর পর তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস হাসপাতাল, ঢাকা, কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা-এ বায়োকেমিস্ট্রি বিভাগে শিক্ষকতা করেন। তার স্ত্রীর নাম মুশফিকা রহমান। তিনি দুই সন্তানের জনক। পুত্র ডা. আসিফ মাহমুদ, কন্যা ডা. লুৎফা তানজীম আখতার। ‘ফাগুনকে দেব অভিশাপ’ এটাই তার প্রকাশিত প্রথম কবিতার বই।