পূর্ব দিগন্তে আলোর হাতছানিতে প্রাণখুলে গাইতে থাকে বিবাগী মন । অনিকের ভেতর অন্য ধরণের উন্মাদনা । brমুক্তিযুদ্ধের প্রেরণায় জেগে উঠার আহ্বান । নিজের ভেতরে বাজতে থাকে জাগরণী গান । গান ও কবিতা মানুষের প্রয়োজনে যুগে যুগে তার অর্থ বদলালেও গানের বাণী অক্ষত থাকে । অক্ষত থাকে তার আবেদন । পূর্ব দিগন্তে সূর্য উঠেছে / রক্ত লাল , রক্ত লাল , রক্ত লাল / জোয়ার এসেছে জন - সমুদ্রে / রক্ত লাল , রক্ত লাল , রক্ত লাল । বাঁধন ছেঁড়ার হয়েছে কাল / হয়েছে কাল / হয়েছে কাল / হয়েছে কাল । গোবিন্দ হালদার দেশপ্রেমের এই হৃদয় ছোঁয়া গানটি লিখেছেন । তাঁর লেখা বেশ কয়েকটি উল্লেখযোগ্য গান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আমাদের প্রেরণা ও সাহস যুগিয়েছিল । তাঁর লেখা , ‘ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি , এক সাগর রক্তের বিনিময়ে , পূর্ব দিগন্তে সূর্য উঠেছে , লেফট রাইট লেফট রাইট , হুঁশিয়ার হুঁশিয়ার , পদ্মা মেঘনা যমুনা , চলো বীর সৈনিক বাংলা প্রভৃতি গান আমাদের ভিতরে যুদ্ধজয়ের তৃষ্ণা জাগিয়েছিল । ঘোর লাগা উন্মাদনা তৈরি করেছিল । ‘ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ' এই কালজয়ী গানের সুর করেছিলেন প্রাজ্ঞ সঙ্গীত পরিচালক সুবলদাস । এই গানের বাণী অনিকের ভীষণভাবে আচ্ছন্ন করে । ভোরে আকাশে যখনই লালচে সূর্য উঁকি দেয় । তখনই আমার বুকে লালসবুজের পতাকা মাতম তুলে । একাত্তরের রণাঙ্গনের ক্ষত অনিকের ভেতরে আশ্রয় নেয় । brজেগে উঠে ভেতরের ঘুমন্ত মানুষ । একাত্তরে অনিক যুদ্ধ করেনি । যুদ্ধ দেখেছে । পুরো যুদ্ধে ঢাকা শহর চষে বেড়িয়েছে । তখন তার বয়স আর কত হবে । বারো বছরের একটু বেশি । অপত্যয় স্নেহের ক্ষুধা । অনিকের ভেতরে তখন ছিলো প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার তাড়না । বাবার আগুননদী ফাগুনবাড়ি
কথাসাহিত্যিক, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ শিল্প-সংস্কৃতির প্রায় সবক'টি পথেই স্বাচ্ছন্দ্যে পদচারণা করছেন। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের বেদিমূলে আত্মোৎসর্গকৃত সূর্যসন্তান শহিদ বুদ্ধিজীবী এবিএম ত আবদুর রহিম ও মা কারুশিল্পী মিসেস ঝরনা রহীম-এর পাঁচ সন্তানের মধ্যে তিনিই বড়। ২৩ ডিসেম্বর ১৯৬৫ খ্রি. রাজধানী ঢাকায় আজিমপুর মেটারনিটি হাসপাতালে ভূমিষ্ঠ হলেও পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া। এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৮ খ্রি.। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক পুত্র ও দুই কন্যার সুখি পরিবার। ইতিমধ্যে তাঁর চৌদ্দটি একক কবিতার বই, চারটি উপন্যাস ও একটি শিশুতোষ গল্পের বই প্রকাশিত হয়েছে।