সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, শোষণ ও বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুনভাবে মুক্তির ইশতেহার উপস্থাপনকারী মালিক আল শাহবাজ তথা ম্যালকম এক্স দুনিয়াব্যাপী মুক্তির স্বপ্ন লালনকারী প্রতিটি মানুষের জন্য অপরিহার্য একটি নাম। একজন ব্যক্তি কীভাবে এককভাবে একটি আন্দোলন হয়ে উঠতে পারেন, ম্যালকম এক্স তার প্রোজ্জ্বল উদাহরণ। এ বইটি প্রথাগত অর্থে ম্যালকম এক্সের জীবনী নয়, কিংবা তাকে নিয়ে কোনো গবেষণামূলক কাজও নয়, এমনকি তার জীবনী নিয়ে কোনো একাডেমিক কাজও নয়; বরং আজকের বিশ্বমোড়ল সাম্রাজ্যবাদী আমেরিকার প্রাতিষ্ঠানিকীকরণ ও ক্ষমতায়নের পর্যায়গুলোর ব্যাখ্যা আর ম্যালকম এক্সের জীবনব্যাপী মুক্তি সংগ্রামের সংক্ষিপ্ত একটি নকশা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। বাংলা ভাষায় এখন পর্যন্ত ম্যালকম এক্সের নির্বাচিত কিছু বক্তৃতার অনুবাদ ছাড়া তাকে নিয়ে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। সে ঘাটতি পূরণেই আমাদের এ প্রয়াস। এ বইয়ের মাধ্যমেই বাংলা ভাষায় ম্যালকম এক্সকে নিয়ে আলাপের সূচনা হলো বলে আমাদের বিশ্বাস। গত শতকের অন্যতম শ্রেষ্ঠ মুজাহিদের নাম আমাদের একাডেমিক- চিন্তাগত ময়দানে বারবার উচ্চারিত হোক, তার চিন্তাদর্শন আমাদের মুক্তি সংগ্রামের পাথেয় হোক-বইটির মূল উদ্দেশ্য এটিই।
হাসান আল ফিরদাউস জন্ম : বাংলাদেশের টাংগাইল জেলায়। তিনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশুনার পাশাপাশি 'ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের' ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং ত্রৈমাসিক মিহওয়ারের সম্পাদক।