সরলরেখা’র ‘যুদ্ধবিরোধী কবিতা’ সংখ্যা। বিশ্বব্যাপী যুদ্ধ যুদ্ধ খেলা চলছে, যার বীভৎসরূপ প্রত্যক্ষ করেছি আমরা। রক্তাক্ত মানুষের হাহাকার, খাদ্যের অপ্রতুলতা, সমৃদ্ধ জনপদ ধ্বংস ছাড়া খুব বেশি অর্জন নেই সেখানে। সাম্প্রতিক সময়ের উপসাগরীয় যুদ্ধ, অতি সম্প্রতি রাশিয়া-ইউক্রেন সমর কোনটাতেই মানুষের প্রতিহিংসার লেলিহান উদগীরণ ছাড়া পৃথিবীর লাভ হয়নি। তবু যুদ্ধ চলছে। মানুষ মরছে। দখল হচ্ছে। ধ্বংস হচ্ছে। বিলীন হচ্ছে সমৃদ্ধ জনপদ। অতএব এসবের বিপরীতে আমাদের আত্মার প্রতিধ্বনি শব্দে শিল্পীত প্রকাশ পাক কবিতায়… আমরা আমাদের আত্মার স্পন্দন ধরতে চাই কবিতায়… সেইসব রক্তক্ষরণ যা অস্ফুট ছিল, প্রতিরোধ প্রতিবাদহীন সময়ে কবিরা তাই তাদের পঙ্ক্তিতে উসকে দিয়েছেন বিরোধীতা… সময়কে ধরতে চেয়েছি আমরা… সুপ্ত কান্নাকে শব্দে তুলে আনতে চেয়েছি ‘সরলরেখা’র মাধ্যমে… ২০ জন কবির লেখা নিয়ে এ সংখ্যা সাজানো হয়েছে। লিখেছেন দেবী পরমানন্দ শেইখ, আকমল হোসেন নিপু, ফয়েজ আলম, কামাল চৌধুরী, শামসুদ্দোহা শোয়েব, আরণ্যক টিটো, মজিদ মাহমুদ, আরশাদ সিদ্দিকী, বায়েছ মৃধা, শামীম মেহেদী, দুখু বাঙাল, নীলাঞ্জন বিদ্যুৎ, আমিরুল বাসার, রাকি ইফসুফ, মুতাসিম আলী, প্রশান্ত হালদার, সায়েমা চৌধুরী, শামসুল কিবরিয়া, শিশির আজম এবং রিসি দলাই। যুদ্ধবিরোধী শিল্পকর্ম এঁকেছেন হিম ঋতব্রত। প্রচ্ছদ এঁকেছেন ইসফাক রায়হান।