মিনার মনসুর সত্তরের দশকের সর্বাপেক্ষা দায়বদ্ধ কবি। এই দায়বদ্ধতা যুগপৎ শিল্প ও মানুষের কাছে। তবে নিছক শিল্পের জন্যে শিল্প-এই মতবাদে তিনি বিশ্বাসী নন। তাঁর কবিতা ও কর্ম, শিল্প ও জীবন এবং বিশ্বাস ও স্বপ্নের কেন্দ্রে রয়েছে মানুষ। এই মানুষ একদিকে যেমন প্রবলভাবে স্বদেশ ও সমকাললগ্ন; তেমনি, অপরদিকে, সর্বকালে ও সর্বমানবে বিস্তৃত তার শেকড়। এই মানুষ অপরাজেয় ও অবিনশ্বর। মিনার মনসুরের কবিতার একটি বড়ো অংশ জুড়ে আছে শাশ্বত এই মানবের বন্দনা। দীর্ঘ দুই যুগের কাব্যসাধনায় তিনি কখনই চ্যুত হন নি তাঁর এই সহজাত দায়বদ্ধতা থেকে। এই পথ বরাবরই বন্ধুর ও কন্টকাকীর্ণ। বারংবার তিনি রক্তাক্ত হয়েছেন; পীড়িত হয়েছে অস্তিত্বের সর্বগ্রাসী সংশয়ে; অন্তর্গত ও পারিপার্শ্বিক নানা ঘটনা-দুর্ঘটনার অভিঘাতে কখনোবা টলে উঠেছে তাঁর বিশ্বাসের ভিত্তিমূল। তারপরও তিনি আবর্তিত হন ব্যক্তিমানুষের জটিল মনোবিশ্ব আর মানবসমগ্রের যতো উত্থান-পতনকে কেন্দ্র করে। এই সবকিছুরই অজটিল, অন্তরঙ্গ শব্দরূপ মিনার মনসুরের কবিতা। তাঁর কবিতার আপাত সারল্যকে ছাপিয়ে ওঠে ব্যাখ্যাতীত অপ্রতিরোধ্য এক তৃষ্ণা; অনির্বাণ এক অনুসন্ধিৎসা। এই অনুসন্ধিৎসা, এই তৃষ্ণাই তাড়িত করে তাঁকে কবিতার দুর্গম ও অজ্ঞাত পথযাত্রায়। এ-যাত্রায় তিনি সুদূরের অভিলাষী; - সেই সুদূরের, যেখানে মিলে যায় শিল্প ও জীবনের অনিঃশেষ স্রোতোধারা।
মিনার মনসুরের লেখালেখির শুরু সত্তরের দ্বিতীয়ার্ধে। মূলত কবি। জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে কৃতিত্বের সঙ্গে বিএ (সম্মান) এবং এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৪ সালে। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ কবিতা: ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩); ‘অনন্তের দিনরাত্রি’ (১৯৮৬); ‘অবিনশ্বর মানুষ’ (১৯৮৯); ‘আমার আকাশ’ (১৯৯১); ‘জলের অতিথি’ (১৯৯৪); ‘কবিতাসংগ্রহ’ (২০০১) এবং ‘মা এখন থেমে যাওয়া নদী’ (২০১২); ‘মিনার মনসুরের দ্রোহের কবিতা’ (২০১৩)। ছড়া: ‘হেলাফেলার ছড়া’ (১৯৮৯)। গবেষণা: ‘হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর’, (বাংলা একাডেমী, ১৯৯৯) এবং ‘ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম’, (বাংলা একাডেমী, ২০১২)। প্রবন্ধ: ‘শোষণমুক্তির লড়াইয়ে মধ্যবিত্তের ভূমিকা’, (১৯৮৭) এবং ‘কবি ও কবিতার সংগ্রাম’ (২০১৩)। জীবনী: ‘ধীরেন্দ্রনাথ দত্ত’, (বাংলা একাডেমী, ১৯৯৭)। সম্পাদিত গ্রন্থ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (প্রথম প্রকাশ: ১৯৭৯)। ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ’ (১৯৯৪); ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা’ (১৯৯৫); ‘মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা’ (২০০৮) এবং ‘বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা’ (২০১০)।