মুক্তিযুদ্ধ বাঙালির হাজার বছরের ইতিহাসের মহত্তম অধ্যায় হলেও তা যে-ভাবে উপেক্ষিত হয়েছে তার তুলনা বিরল। এই উপেক্ষা এতোটাই উৎকট ও সর্বব্যাপী যে এ নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন পড়ে না। তবে এর সবচেয়ে বড়ো উদাহরণ হতে পারে স্বাধীনতার দীর্ঘ তিনযুগ পরেও মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় নিয়ে নিত্যনতুন বিতর্কের অবতারণা ও পরিকল্পিত মিথ্যাচার। এই মিথ্যাচার, বিতর্ক বা কুতর্কের কলুষ থেকে মুক্তিযুদ্ধ-সম্পর্কিত কোন কিছুই রক্ষা পায় নি। মুক্তিযুদ্ধের প্রতি এ চরম অবজ্ঞা ও অমর্যাদার দায়ভার কেউই এড়াতে পারবেন বলে মনে হয় না। তবে এ ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক ও আত্মবিনাশী ভূমিকাটি নিঃসন্দেহে আমাদের রাষ্ট্রের; আরও স্পষ্ট করে বললে রাষ্ট্রীয় ক্ষমতার অবৈধ দখলদারদের। বস্তুত ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীরাই এ ক্ষেত্রে সবচেয়ে ন্যাক্কারজনক ভূমিকা পালন করে আসছে। ফলে রাষ্ট্রীয় উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং তার মূল নেতৃত্বকে অস্বীকার করার মতো অবিশ্বাস্য ও ঔদ্ধত্যপূর্ণ ঘটনাও এখানে ঘটে চলেছে অব্যাহতভাবে। একদিকে বাঙালির সুদীর্ঘ মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা চালানো হচ্ছে, অন্যদিকে চলছে সেই সময়ের মেজর পদমর্যাদার একজন সেক্টর কমান্ডারকে তাঁর প্রতিপক্ষ হিসেবে দাঁড়
মিনার মনসুরের লেখালেখির শুরু সত্তরের দ্বিতীয়ার্ধে। মূলত কবি। জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে কৃতিত্বের সঙ্গে বিএ (সম্মান) এবং এমএ পাস করেছেন যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৪ সালে। বর্তমানে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ কবিতা: ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩); ‘অনন্তের দিনরাত্রি’ (১৯৮৬); ‘অবিনশ্বর মানুষ’ (১৯৮৯); ‘আমার আকাশ’ (১৯৯১); ‘জলের অতিথি’ (১৯৯৪); ‘কবিতাসংগ্রহ’ (২০০১) এবং ‘মা এখন থেমে যাওয়া নদী’ (২০১২); ‘মিনার মনসুরের দ্রোহের কবিতা’ (২০১৩)। ছড়া: ‘হেলাফেলার ছড়া’ (১৯৮৯)। গবেষণা: ‘হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর’, (বাংলা একাডেমী, ১৯৯৯) এবং ‘ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম’, (বাংলা একাডেমী, ২০১২)। প্রবন্ধ: ‘শোষণমুক্তির লড়াইয়ে মধ্যবিত্তের ভূমিকা’, (১৯৮৭) এবং ‘কবি ও কবিতার সংগ্রাম’ (২০১৩)। জীবনী: ‘ধীরেন্দ্রনাথ দত্ত’, (বাংলা একাডেমী, ১৯৯৭)। সম্পাদিত গ্রন্থ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (প্রথম প্রকাশ: ১৯৭৯)। ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ’ (১৯৯৪); ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা’ (১৯৯৫); ‘মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা’ (২০০৮) এবং ‘বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা’ (২০১০)।