সুপ্রাচীনকাল থেকে আজ অবধি বাঙালি জাতির ইতিহাস পর্যালোচনা করলে এ কথা নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। তিনি এমন এক গল্পের মহানায়ক যেখানে আছে লক্ষ-কোটি সাধারণ মানুষের বীরত্বগাঁথা। ধাপে ধাপে বাঙালিকে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করেছেন তিনি, দেখিয়েছেন একটি সুনির্দিষ্ট গন্তব্য এবং সত্যি করেছেন বাংলাদেশ নামে ভাষাভিত্তিক এক স্বতন্ত্র রাষ্ট্রের স্বপ্নকে। তাইতো তিনি জাতির পিতা। হাজার বছরের স্বপ্নে লালিত স্বাধীনতাকে সত্যে পরিণত করার বঙ্গবন্ধুর অনবদ্য এ লড়াইয়ের ভিত্তি রচিত হয়েছিল ছাত্রজীবনে। অথচ তাঁর শৈশব-কৈশোর-রাজনৈতিক জীবন নিয়ে অসংখ্য বই থাকলেও, শুধুমাত্র ছাত্রজীবন নিয়ে কোন গ্রন্থ খুঁজে পাওয়া যায় না। এই ছাত্রজীবনেই তিনি গড়ে উঠেছেন। স্কুলজীবনেই তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন, বুক ফুলিয়ে অধিকার আদায়ের গল্প তৈরি করেছেন, সংগঠন-রাজনীতি-মানবিকতা-মানবসেবার হাতেখড়ি নিয়েছেন, ব্রতচারী আন্দোলন, স্বদেশী আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছেন, গড়ে তুলেছেন রাজনৈতিক দল, নেতৃত্ব দিয়েছেন ভাষা আন্দোলনে। এই ছাত্রজীবনেই তিনি খুঁজে পেয়েছেন বাঙালি চেতনার শেকড়। তাই বঙ্গবন্ধু’র ছাত্রজীবনের অন্যান্য পাঠ খুবই জরুরি। তারই ক্ষুদ্র প্রয়াস কিশোর উপযোগী বঙ্গবন্ধুর ছাত্রজীবন।