প্রিয় শিক্ষার্থী তোমাদের বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। তোমাদের নিয়ে আমাদের একটাই স্বপ্ন। একটি আলোকিত সমাজ বিনির্মাণের স্বপ্ন। একটি সুন্দর, সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন। সমৃদ্ধ দেশ গড়তে চাইলে প্রথমে নিজেদের সমৃদ্ধ হতে হবে। নিজেদের পরিপূর্ণ ভাবে তৈরি করার জন্য, গড়ে তোলার জন্য প্রয়োজন শিক্ষার। শিক্ষাটা সনদ সর্বস্ব হলে চলবে না, হতে হবে সুশিক্ষা। প্রকৃত শিক্ষা। যা কেবল পাঠ্যসূচিতে সীমাবদ্ধ নয়। সিলেবাসের শিক্ষা অর্জন করে বড় জোর একটা কাগজ (সনদ) পাওয়া যাবে। আর বেশি কিছু নয়। এতে তেমন কোনো আলো নেই। মনের আলো খুঁজে নিতে হবে সীমাহীন আনন্দের ভেতর থেকে। পৃথিবী বিখ্যাত লেখকদের লেখা বই পড়ে। দেশ ভ্রমণ করে। বড়োদের কাছে সৃজনশীল গল্প শুনে। দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন করে। তবে সব কিছুর মূলে রয়েছে বই পড়া। অনেক অনেক বই। বেশি বেশি পড়া। বই মানুষের জীবনকে সমৃদ্ধ করে। বই মানুষকে সত্য, সুন্দর ও সভ্য হতে সহায়তা করে। বই বিকশিত মানুষের বন্ধুর মতো আচরণ করে। বইয়ের সাথে সম্পর্কযুক্ত জীবনই উন্নত, উর্বর ও আদর্শ জীবন। সোজা কথা বই হলো মই। অর্থাৎ উপরে উঠার সিঁড়ি। বই হলো সই। অর্থাৎ আজীবনের সঙ্গী। তাই তোমরা বেশি বেশি বই পড়ো। বইয়ের দেওয়া তথ্য, উপাত্ত বিশ্লেষণ ও গবেষণা করে প্রাপ্ত জ্ঞান কৌশল দিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে ঘুণেধরা, ক্ষয়ে যাওয়া সমাজকে বদলে দাও। তোমরা সকলেই জানো বই কিনে, বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয়না, গরীবও হয়না। হয় বিদ্যার সাগর, সমৃদ্ধ ব্যক্তিত্ব, বিদগ্ধ জন, খ্যাতির অধিকারী। তাই তো আমি বলি, 'সত্যিকারের মানুষ হতে চাও, বইয়ের কাছে যাও।