মঞ্চনাটক আমাদের সংস্কৃতির অহংকার। স্বাধীন বাংলাদেশের অর্ধশতকের পথপরিক্রমার এক সমান্তরাল ধারাভাষ্য রচনা করে চলেছে আমাদের মঞ্চনাটক। একাত্তরের আগে থেকেই যে চর্চার অঙ্কুরোদ্গম, একাত্তরের পর রোদ জল হাওয়া পেয়ে আজ তার বিস্ময়কর রূপ প্রকাশিত। বাংলাদেশের সব জেলা-উপজেলায় তার অবাধ গতি। দেশ তো বটেই, বিদেশের বুকেও তার নিজস্বতা প্রমাণিত। নাটকের মতো একটি নশ্বর শিল্পকে এক অবিনশ্বর মাত্রায় পৌঁছে দিতে পারেন একজন রসজ্ঞ নাট্য সমালোচক। তার গুণপনার তারিফ করে, তার মন্দ-ভালোর হিসাব কষে, তার নান্দনিক মাত্রাকে পাঠক-দর্শকের দরবারে হাজির করতে পারেন। ভারতের প্রখ্যাত নাট্য সমালোচক অংশুমান ভৌমিক প্রায় তিন দশক ধরে বাংলাদেশের মঞ্চনাটকের বিচিত্র ভুবনে পর্যটন করছেন। কখনো কলকাতা কিংবা বহরমপুর, কখনো ঢাকা চট্টগ্রাম যশোর বরিশাল রাজশাহী সিলেটের মিলনায়তনে গিয়ে বাংলাদেশের মঞ্চনাটক দেখেছেন। মিলনায়তনের বাইরেও প্রত্যক্ষ করেছেন নিরীক্ষাধর্মী নাট্যকর্ম। এ নিয়ে নিজের অনুভব ব্যক্ত করেছেন দুই বাংলার নানান সংবাদপত্র, পত্রিকা, স্মারকগ্রন্থে বেরোনো নানান দৈর্ঘ্যের নাট্য সমালোচনায়। বাংলায় ও ইংরেজিতে লেখা এসব লেখা জুড়ে তৈরি হয়েছে পূর্ব দিগন্তে সূর্য : স্বকীয়তার দিশায় বাংলাদেশের মঞ্চনাটক। পড়শির চোখ কীভাবে আরশি হয়ে ওঠে তা উপলব্ধি করতে চান তো পড়তেই হবে এই সংকলন ।